অতিরিক্ত মূল্যে সয়াবিন তেল বিক্রির অভিযোগে খুলনা মহানগর ও বিভাগের বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময়ে কয়েকটি প্রতিষ্ঠানকে ৬৬ হাজার টাকা জারিমানা করা হয়। এর মধ্যে খুলনার বড় বাজারের মেসার্স রাজ্জাক ব্রাদার্সকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (৬ মার্চ) এ অভিযান চালানো হয়।
সূত্রে জানা গেছে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দিনারা জামানের নেতৃত্বে খুলনার বড় বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ধার্যকৃত মূল্যের চেয়ে অধিক মূল্যে সয়াবিন তেল বিক্রির অভিযোগে মেসার্স রাজ্জাক ব্রাদার্সকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হাসান সদর উপজেলার দু’টি প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা, যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ওয়ালিদ বিন হাবিব সদর উপজেলার একটি প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সজল আহম্মেদ সদর উপজেলার একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান সদর উপজেলার দু’টি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা, কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল সদর উপজেলার একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা এবং ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ জিয়াউল হক কোটচাদপুর উপজেলার ৫টি প্রতিষ্ঠানকে ৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
খুলনা গেজেট/এএ