খুলনায় হঠাৎ করেই বাড়ানো হয়েছে ইজিবাইকের ভাড়া। নগরীর বিভিন্ন রুটে বর্ধিত এ ভাড়া আদায় করা হচ্ছে। খুলনা ইজিবাইক শ্রমিক লীগের প্রস্তাবিত বর্ধিতভাড়ার একটি তালিকা ইজিবাইকে লাগিয়ে অতিরিক্ত ভাড়া নিচ্ছে চলকেরা।
আরও পড়ুন : বছরের শুরুতেই বেড়েছে ইজিবাইকের ভাড়া, ক্ষুব্ধ যাত্রীরা
এদিকে, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করা এবং সংগঠনের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করলে তার দায়-দায়িত্ব সংগঠন বহন করবে না মর্মে এক প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে ইজিবাইক শ্রমিক লীগ খুলনা মহানগর কমিটি। রবিবার (৩ জানুয়ারি) সংগঠনের সাধারণ সম্পাদক মো: মশিউর রহমান মিলন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে উল্লেখ করা হয়, খুলনা মহানগর ইজিবাইক শ্রমিক লীগের সভাপতি কাজী ইব্রাহীম মাশাল ও সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান মিলনসহ কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ বলেন ইজিবাইক শ্রমিকদের যে দাবি সমূহ খুলনা সিটি কর্পোরেশন বরাবর জানিয়েছেন সেই সকল দাবি সিটি কর্পোরেশন কর্তৃক না মানা পর্যন্ত কোন অতিরিক্ত ভাড়া জনসাধারণের কাছ থেকে নিবেন না। আর কেহ যদি উদ্দেশ্যমূলক আমাদের সংগঠনের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেন তার দায়-দায়িত্ব আমাদের সংগঠন বহন করবে না।
খুলনা গেজেট/এমএইচবি/এমএম