যশোরের মণিরামপুরে অজ্ঞানপার্টির হাতে জীবন ও লাখ টাকা হারালেন কৃষক পরিমল। তাদের দেয়া চেতনানাশক পানীয় পানে তার মৃত্যু হয়েছে। যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৭ সেপ্টেম্বর) ভোরে তিনি মৃত্যুবরণ করেন। তিনি উপজেলার শ্যামনগর গ্রামের পঞ্চানন বিশ্বাসের ছেলে। এই ঘটনায় মণিরামপুর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
শ্যামনগরের ইউপি সদস্য ফিরোজ আহম্মেদ বলেন, সমাধান নামে একটি এনজিও থেকে নেয়া ঋণের এক লাখ টাকা শোধ দিতে গত শনিবার বিকেলে সংস্থার চিনাটোলা বাজার শাখায় যান পরিমল। পরদিন সকালে স্বজনরা তাকে অজ্ঞান অবস্থায় চিনাটোলা বাজার থেকে উদ্ধার করে মণিরামপুর হাসপাতালে ভর্তি করেন। সেখানে দু’দিন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে তিনি বাড়ি ফেরেন। বৃহস্পতিবার বিকেলে আবার অসুস্থ হয়ে পড়লে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
ইউনিয়নের মেম্বর ফিরোজ হোসেন বলেন, কোনো কারণে সমাধান অফিসে টাকা জমা দিতে ব্যর্থ হন পরিমল। ধারণা করা হচ্ছে, সন্ধ্যায় বাড়ি ফেরার পথে চিনাটোলা বাজারের অদূরে তিনি অজ্ঞানপার্টির কবলে পড়েন। টাকা ছিনিয়ে নিতে তারা পরিমলকে চেতনানাশক পানীয় খাইয়ে অজ্ঞান করে। পরদিন পরিমল উদ্ধার হলেও টাকা পাওয়া যায়নি।
এ ব্যাপারে মণিরামপুর থানার উপ পরিদর্শক (এসআই) জিয়াউল হক বলেন, মারা যাওয়ার পর হাসপাতাল থেকে স্বজনরা পরিমলের লাশ বাড়িতে নিয়ে যান। তার মৃত্যুর কারণ নিশ্চিত হতে লাশ উদ্ধার করে যশোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
খুলনা গেজেট/এনএম