খুলনা, বাংলাদেশ | ১ মাঘ, ১৪৩১ | ১৫ জানুয়ারি, ২০২৫

Breaking News

  দুদক সংস্কারে ৪৭ প্রস্তাবনা কমিশনের; কাল দেয়া হবে প্রধান উপদেষ্টা কে
  ভারত-বাংলাদেশ সীমান্তে এখন কোনো উত্তেজনা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
  ১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর
  নির্বাচন যত বিলম্ব হচ্ছে তত রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট তৈরি হচ্ছে, ভ্যাট বৃদ্ধি অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে : মির্জা ফখরুল
জনউদ্যোগের মানববন্ধনে বক্তারা

‘অঙ্কিতাকে ধর্ষণ করে হত্যা মামলাটি দ্রুত বিচারের আওতায় আনতে হবে’

নিজস্ব প্রতিবেদক

অঙ্কিতা দে ছোয়াকে ধর্ষণ করে হত্যা মামলাটি একটি স্পর্শকাতর মামলা তাই এই মামলাটি দ্রুত বিচারের আওতায় আনতে হবে। বাংলাদেশে অনেক আইন আছে কিন্তু আইনের অনেক ফাক ফোকোর দিয়ে খুনীরা বের হয়ে যাচ্ছে। ফরেনসিক বিভাগের অনেক দূর্বলতাকে কাজে লাগিয়ে খুনীরা পার পেয়ে যাচ্ছে। অঙ্কিতা দে ছোয়া তৃতীয় শ্রেণির একজন ছাত্রী তাকে ধর্ষণ করে হত্যা করেছে খুনী। খুনের আলামত নষ্ট করে বস্তায় বন্দী করে ফেলিয়ে দেওয়ার চেষ্টা করেছে এই নরপিচাশ। বাংলাদেশের মাটিতে এই খুনীর বিচার দ্রুত দেখতে চায় খুলনাবাসী। আর যেন কোন শিশুকে এই ভাবে জীবন দিতে না হয় সেজন্য এই মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে এন বিচার করতে হবে। এভাবে বললেন জনউদ্যোগ নারী সেলের মানববন্ধনে বক্তারা।

আজ শনিবার নগরীর পিকচার প্যালেস মোড়ে বেলা ১১টায় জনউদ্যোগ নারী সেলের উদ্যোগে দৌলতপুরের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী অঙ্কিতা দে ছোয়াকে ধর্ষণ করে হত্যা মামলাটি দ্রুত বিচারের আওতায় আনার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জনউদ্যোগ নারী সেলের আহবায়ক এড. শামীমা সুলতানা শীলু। সভা পরিচালনা করেন বাংলাদেশ মানবাধিকার সংস্থার সমন্বয়কারী এড. মোমিনুল ইসলাম ।

অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন আওয়ামী লীগের নেতা বিরেন্দ্র নাথ ঘোষ, ওয়ার্কার্স পার্টির মহানগর সভাপতি মফিদুল ইসলাম, সিপিবি নেতা মিজানুর রহমান বাবু, বাসদের জনার্দন দত্ত নান্টু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের মহানগর কমিটির সাধারন সম্পাদক প্রশান্ত কুন্ডু, কোষাধ্যক্ষ রতন কুমার নাথ, বণিকপাড়া নাগরিক কমিটির সভাপতি পুনু মুন্সি, জাতীয় পার্টির শাহ লায়েকউল্লাহ, নারী নেত্রী অধ্যাপক নাসরিন হায়দার, টিইিউসি’র এস এম চন্দন, যুব ইউনিয়নের নিত্যানন্দ ঢালী, এড. অচিন্ত কুমার দাস, খুলনা পোল্ট্রি ফিস শিল্প মালিক সমিতির মহাসচিব এস এম সোহরাব হোসেন, সম্মিলিতি সাংস্কৃতিক জোটের শাহিন জামান পণ, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহা, সহ-সভাপতি সমর কুন্ডু, নারী নেত্রী জেসমিন জামান, ইসরাত আরা হীরা, চিশতী মোস্তারী বানু, কোহিনুর আক্তার কণা, দেলায়ার হোসন দিলু, নিরাপদ সড়ক চাই এর সভাপতি ইকবাল হোসেন বিপ্লব, আগুয়াণ -৭১ এর আবিদ শান্ত, ওয়াহিদুজ্জামান সোহাগ,মোঃ আব্দুল্লাহ চৌধুরী, বাহালুল আলম, কৃষ্ণা দাস, জনউদ্যোগ.খুলনার সদস্য সচিব মহেন্দ্রনাথ সেন প্রমুখ।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!