দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দেখে শুনে খেলেই লাঞ্চ বিরতিতে গিয়েছিল ভারতীয় দল। তবে লাঞ্চ থেকে ফিরেই ভারত শিবিরে প্রথম আঘাত হেনেছিলেন খালেদ আহমেদ।
তাতে কিছুক্ষণের জন্য স্বস্তি ফিরেছিল স্বাগতিক শিবিরে। তবে সে স্বস্তি উবে যেতেও সময় নেয়নি তেমন। দ্বিতীয় সেশনে যে আর কোনো উইকেট হারায়নি টিম ইন্ডিয়া। ৩৯৩ রানের লিড নিয়ে শেষমেশ চা বিরতিতে গিয়েছে লোকেশ রাহুলের দল।
দলীয় ৭০ রানের মাথায় ভারতীয় অধিনায়ক লোকেশ রাহুলকে ফেরান টাইগার পেসার এবাদত। ২৩ রানে থাকা তিনি পুল শট খেলতে গিয়ে তাইজুলের দারুণ ক্যাচে ফিরে যান। এরপরই শুরু পূজারা-শুভমানের প্রতিরোধের।
অর্ধ-শতক পূর্ণ করে ৮০ রান করে এই মুহূর্তে ক্রিজে ব্যাট করছেন শুভমান গিল। এছাড়া ৩৩ রানে রয়েছেন চেতেশ্বর পূজারা। দ্বিতীয় ইনিংসে ভারতের রান ১৪০, এক উইকেট হারিয়ে।
এর আগে ভারতের বিপক্ষে গতকাল দ্বিতীয় দিন শেষে ২৭১ রানে পিছিয়ে থেকে দিন শেষ করেছিল বাংলাদেশ। তবে তৃতীয় দিনের শুরুতে এবাদত-মিরাজকে হারিয়ে অলআউট হয় টাইগাররা ১৫০ রানে। ২৫৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটে নামে ভারত।