খুলনা, বাংলাদেশ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  হাইকোর্টের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে অপসারণ করেছেন রাষ্ট্রপতি
  ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ নিতে বাধা নেই, হাইকোর্টে রিট খারিজ

প্রথম অ্যাসাইনমেন্টেই ফেল, যা বললেন লিটন

ক্রীড়া প্রতিবেদক

সিরিজ শুরুর আগেই টি-টোয়েন্টিতে নিয়মিত অধিনায়ক হন লিটন দাস। কিন্তু নিজের প্রথম অ্যাসাইনমেন্টেই বিব্রতকর লজ্জার মুখে পড়েছেন তিনি। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হেরেছেন ২-১ ব্যবধানে। যুক্তরাষ্ট্রের পর এ নিয়ে দ্বিতীয়বার আইসিসির কোনো সহযোগী সদস্য দেশের কাছে টি-টোয়েন্টিতে সিরিজ হারল বাংলাদেশ।

বুধবার (২১ মে) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ দল। টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৬২ রানে করে টাইগাররা। লক্ষ্য তাড়া করতে নেমে ৩ উইকেট হারিয়ে ৫ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা।

ম্যাচশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সিরিজ নিয়ে নিজের মূল্যায়ন জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। প্রতিপক্ষকে কৃতিত্ব দিয়ে টাইগার কাপ্তান বলেছেন, ‘যখন এখানে এসেছি, সব সময় ম্যাচ জেতার কথাই ভেবেছি। এটা (সিরিজ হেরে যাওয়া) জীবনের অংশ। যখন আপনি ক্রিকেট খেলবেন, প্রতিপক্ষ ভালো খেলবে, তাদের কৃতিত্ব দিতে হবে।’

সিরিজের সবগুলো ম্যাচেই টস হেরে বাংলাদেশকে আগে ব্যাট করতে হয়েছে। সিরিজ হারের পর সেটাও সামনে এনেছেন লিটন। এই উইকেটকিপার ব্যাটার বলেছেন, ‘আজ (বুধবার) আমরা ব্যাটিংয়ে কিছু ভুল করেছি। আমার মনে হয় এমন কিছু আমরা এই উইকেট, কন্ডিশনে করতে চাইনি। তিন ম্যাচেই আমরা আগে ব্যাট করেছি, শিশিরই মেইন ফ্যাক্টর ছিল।’

এ নিয়ে দ্বিতীয়বারের মতো কোনো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে সিরিজ জিতেছে আরব আমিরাত। আগেরটি ছিল আয়ারল্যান্ডের বিপক্ষে ২০২১ সালে। সিরিজ জেতায় আমিরাতকে কৃতিত্ব দিলেও আগের ম্যাচের মতো লিটন বলেছেন শিশিরের প্রভাবের কথা, ‘তারা খুবই ভালো খেলেছে, ভালো বল করেছে। কিন্তু ব্যাটিংয়ে তারা শিশিরের সুবিধা পেয়েছে। তারা তেমন আতঙ্কিত হয়নি, তাদের কৃতিত্ব দিতে হবে।’

সংযুক্ত আরব আমিরাত সিরিজ শেষে এখন পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল। যেখানে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি মাঠে গড়াবে ২৮ মে। একদিনের বিরতি দিয়ে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি ৩০ মে। আর সিরিজের শেষ ম্যাচটি মাঠে গড়াবে পহেলা জুন। সিরিজের সবগুলো ম্যাচই রাখা হয়েছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!