খুলনা, বাংলাদেশ | ৮ পৌষ, ১৪৩১ | ২৩ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  গাজীপুরে কারখানায় আগুন : নিহতের সংখ্যা বেড়ে ২
  হাইকোর্টের বেশ কয়েকজন বিচারপতির বিরুদ্ধে অনিয়ম তদন্তে রাষ্ট্রপতির অনুমোদন
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫

৮০০ বছর পর দেখা যাবে মহাজাগতিক দৃশ্য

গেজেট ডেস্ক

২০২০ সালের ২১ ডিসেম্বর দিনটি মহাজাগতিক দিক থেকে এক বিরল দৃশ্যের দিন হিসেবে স্বীকৃতি পেতে চলেছে। কেননা, বহু বছর বাদে আগামীকাল সোমবার ‘বৃহস্পতি’ ও ‘শনি’ গ্রহ পরস্পরের অত্যন্ত কাছাকাছি চলে আসছে। প্রসঙ্গত, আগামীকাল সব চেয়ে ছোট দিনও। খবর জি নিউজের।

Nehru Planetarium-এর Director Arvind Paranjpye জানান, আগামীকাল সোমবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে Jupiter ও Saturn এত কাছাকাছি থাকবে যে, তাদের মধ্যে মাত্র ০.১ ডিগ্রির কোণ তৈরি হবে! এই রকম মহাজাগতিক ঘটনা আবার ঘটবে ২০৮০ সালের ১৫ মার্চ। এর আগে ১৬২৩ সালের ১ জুলাই এই দু’টি গ্রহ এত কাছাকাছি এসেছিল। কিন্তু তখন তাদের দেখতে পাওয়া যায়নি।

গ্রহদের এরকম কাছাকাছি আসাটা অবশ্য খুব বিরল ব্যাপার নয়। তবে বিরল হল, এতটা কাছাকাছি আসা। এমন যে, পৃথিবী থেকে যেন মনে হবে বৃহস্পতি ও শনি একটিই গ্রহ! এবং এরকম ঘটনা ঘটলেও সেটা দেখাও যায় না সব সময়। এ বারের বৈশিষ্ট্য হল, এই ঘটনা দেখা যাবে। সে দিক থেকেও বিরল এটি। কেননা, এরকম মহাজাগতিক ঘটনা শেষ বার দেখা গিয়েছিল ৮০০ বছর আগে।

 

খুলনা গেজেট / এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!