খুলনা, বাংলাদেশ | ৮ পৌষ, ১৪৩১ | ২৩ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  গাজীপুরে কারখানায় আগুন : নিহতের সংখ্যা বেড়ে ২
  হাইকোর্টের বেশ কয়েকজন বিচারপতির বিরুদ্ধে অনিয়ম তদন্তে রাষ্ট্রপতির অনুমোদন
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫

৫ হাজার কিঃমিঃ পাড়ি দিয়ে ভুল বিয়ের অনুষ্ঠানে

চিত্র বিচিত্র ডেস্ক

বন্ধুর বিয়ে বলে কথা! অনুষ্ঠানে যোগ দিতেই হবে। তাই তো প্রায় পাঁচ হাজার কিলোমিটার পাড়ি দিয়েছিলেন আরতি মালা। তবে বিয়ের অনুষ্ঠানে হাজির হয়ে হতবাক হন তিনি। কারণ, সেই বিয়ে আদৌ তাঁর বন্ধুর ছিল না। আসলে ঠিকানার গরমিলের কারণে ভুলটা হয়েছিল তাঁরই।

মালার ওই বন্ধুর নাম গৌরব। থাকেন স্কটল্যান্ডের গ্লাসগো শহরে। আর মালার ঠিকানা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে। গত সপ্তাহে ৪ হাজার ৮০০ কিলোমিটার পাড়ি দিয়ে গ্লাসগো শহরে পৌঁছান তিনি। এরপর হাজির হন বিয়ের অনুষ্ঠানস্থল পোলকশস বার্গ হলে। সেখানে গিয়ে জানতে পারেন বর তাঁর বন্ধু গৌরব নন, স্টিফেন নামের আরেকজন। আর কনে কাইটলিন নামের এক তরুণী।

ভিন্ন বর–কনে নিয়ে ধন্ধ কাটার পর যখন মালা বিষয়টা বুঝতে পারেন, তখন এ নিয়ে একটু মজা করার বুদ্ধি আসে তাঁর মাথায়। ওই বিয়ের অনুষ্ঠানের ভিডিও করা শুরু করেন তিনি। ভিডিওতে কনের ভাইকে ঠাট্টা করে বলতে শোনা যায়, ‘আপনি যুক্তরাষ্ট্র থেকে স্কটল্যান্ডে এসেছেন ভুল বিয়েতে যোগ দেওয়ার জন্য?’ জবাবে হাসতে হাসতে মালা বলেন, ‘হ্যাঁ, কথা সত্য।’ এ সময় বর ও কনের সঙ্গেও দেখা করেন তিনি। এরপর গৌরবের বিয়ের উদ্দেশে ছোটেন মালা। এসব চিত্রও উঠে এসেছে তাঁর করা ভিডিওতে। তাতে তাঁকে বলতে শোনা যায়, ‘শেষ পর্যন্ত উবারে করে ঠিক বিয়েতে যাচ্ছি।’

মালার ভাষ্য, প্রথমে তিনি যে বিয়ের অনুষ্ঠানে পৌঁছেছিলেন, সেখান থেকে কিছুটা দূরে পোলকশিল্ডস বার্গ হলে গাঁটছড়া বাঁধছিলেন গৌরব। দুই অনুষ্ঠানস্থলের নাম অনেকটা এক হওয়ায় ভুল করেছিলেন তিনি। শেষ পর্যন্ত গৌরবের বিয়েতে পৌঁছান মালা। তাঁর ভিডিওতে দেখা যায়, বিয়ের অনুষ্ঠানে ভারতীয় পোশাক পরে পাঞ্জাবি ও স্কটিশ গানে নাচছেন অতিথিরা।

এদিকে পরে সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে স্টিফেন ও কাইটলিনকে শুভেচ্ছা জানিয়েছেন মালা।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!