খুলনা, বাংলাদেশ | ২৯ পৌষ, ১৪৩১ | ১৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আরও ৬০ দিন বাড়ল সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা
  রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত
  দেশে একজনের শরীরে এইচএমপিভি ভাইরাস শনাক্ত : আইইডিসিআর

৩৫ বছর পর আদালতের রায়ে জমি ফিরে পেলেন মোস্তফা গাজী

ফুলবাড়িগেট প্রতিনিধি

আদালতের রায়ে ৩৫ বছর পর নিজের জমি ফিরে পেলেন খুলনার খানজাহান আলী থানার যোগিপোল ইউনিয়নের জাব্দিপুর বৌ বাজার এলাকার মোস্তফা গাজীর পরিবারের সদস্যরা। এত দিন অবৈধভাবে ওই জায়গাটি দখল করে ব্যবহার করে আসছিলো মোফাজ্জেল গাজী।

গত ৩০ অক্টোবর সকাল ১০ টায় আদালতের নির্দেশে পুলিশের উপস্থিতিতে নিজের জায়গা বুঝে নেন মোস্তফা গাজী। এ সময় খুলনা যুগ্ম জেলা জজ আদালতের পক্ষ থেকে স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

আদালতের সূত্রে জানা যায়, ১৯৯৩ সালে যোগিপোল মৌজার এস এ দাগ নং ৭২৩, ৭৩৭, ৭৩৮, ৯৮৭, ৯৮৮, ৯৮৫, ৭১৫, ৭২৮, ৭৩০, ৭৩৯, ৭৩৩, ৭৩১, ৭৫০, ৮৮৭, ৭৪০ দাগে মোট ৯৩ শতক জায়গা নিয়ে মামলা করেন মোস্তফা গাজী। জর্জকোর্ট থেকে ১ম রায়, পরে আইনি লড়াই শেষে ২০১৭ সালে হাইকোর্ট এর আপিল বিভাগে মামলা করেন প্রতিপক্ষ মোফাজ্জেল গাজী যার মামলা নং ২০৩(সিওএন) অফ ২০১৭, এখানেও মোস্তফা গাজী এর পক্ষে রায় দেয় বিজ্ঞ আদালত। রায় পাওয়ার পর দখল না দেওয়ায় মোস্তফা গাজী সাবজর্জ ১ এর আদালতে ১ টি জারী মামলা দায়ের করেন। যার নং ৯/১৬ মামলা শেষঅন্তে ৩০ অক্টোবর কোর্ট এর মাধ্যমে পরিমাপ শেষে লাল নিশানা দিয়ে অবৈধ স্পাপনা গুড়িয়ে দিয়ে জমির প্রকৃত মালিক মোস্তফা গাজীকে বুঝিয়ে দেন এবং সাইনবোর্ড লাগিয়ে দেয়।

বর্তমান জায়গার মালিক মোস্তফা গাজী বলেন, অবশেষে সত্যের জয় হয়েছে। আমরা আমাদের জায়গা বুঝে পেয়েছি।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!