স্বাস্হ্যবিধি মেনে দাকোপের সুতারখালী ইউনিয়নের লকডাউনে কর্মহীন ৪ শ’ সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়া চলমান লকডাউনে চালু হটলাইন নম্বর ৩৩৩-তে কল করা দুটি পরিবারকেও খাদ্য সামগ্রী দেয়া হয়।
শনিবার (৩ জুলাই) সকাল সাড়ে ১১টায় ৫নং সুতারখালী ইউনিয়ন পরিষদের হলরুমে চেয়ারম্যান মাসুম আলী ফকিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খাদ্য সামগ্রী তুলে দেন দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আঃ কাদের, ইউপি সদস্য এবং সাংবাদিকবৃন্দ।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল ও লবণ ।
খুলনা গেজেট/ টি আই