পবিত্র জুমাতুল বিদা, শব-ই-কদর, ঈদ-উল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষে মোট ১২ দিনের ছুটিতে যাচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস সাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ছুটির আগে ও পরে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ও শনিবার থাকায় শিক্ষার্থীরা এবার মোট ১৬ দিনের ছুটি পাচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,আগামী ৭ এপ্রিল (রবিবার) থেকে ১৮ এপ্রিল (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। এবং আবাসিক হল সমূহ আগামী ৭ এপ্রিল (রবিবার) থেকে ১৪ এপ্রিল (রবিবার) পর্যন্ত বন্ধ থাকবে। এ কারণে হলসমূহের আবাসিক শিক্ষার্থীদের আগামী ৭ এপ্রিল (রবিবার) সকাল ১০টার মধ্যে নিজ নিজ হল ত্যাগ করার জন্য বলা হলো।
আগামী ১৫ই এপ্রিল ( সোমবার )সকাল ৬টা থেকে হলসমূহ পুনরায় খুলে দেওয়া হবে। বিদেশী শিক্ষার্থীরা তাদের স্ব স্ব হলে অবস্থান করতে পারবে। ছুটিকালীন সময়ে জরুরী পরিসেবাসমূহ (বিদ্যুৎ, পানি, ইন্টারনেট, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও পরিস্কার-পরিচ্ছন্নতা ইত্যাদি) যথারীতি চালু থাকবে।
খুলনা গেজেট/এইচ