খুলনা, বাংলাদেশ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  আজ পবিত্র আশুরা
  ভানভীরের ফাইফারে শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশ
  গত ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৬

১২ মণ ওজনের শাপলাপাতা!

গে‌জেট ডেস্ক

বরগুনার তালতলীতে প্রায় ১২ মণ ওজনের একটি শাপলাপাতা মাছ বিক্রি হয়েছে। শনিবার বিকালে তালতলী বাজারের মৎস্য ব্যবসায়ী খলিলুর রহমান খুচরা প্রতি কেজি ৫শ টাকা দরে এ শাপলাপাতা মাছ বিক্রি করেন।

মৎস্য ব্যবসায়ী খলিলুর রহমান জানান, পার্শ্ববর্তী কলাপাড়া উপজেলার মহিপুর বাজার থেকে তিনি ১ লাখ টাকায় মাছটি ক্রয় করে নিয়ে আসেন। ১২ মণ ওজনের বিশালাকৃতির একটি শাপলাপাতা মাছ তালতলী বাজারে বিক্রি হবে উল্লেখ করে তালতলী শহরে মাইকিং করলে এ মাছটি একনজর দেখতে এলাকার শত শত উৎসুক জনতা ভিড় জমান।

তবে মাছটি কেটে খুচরা বাজারে বিক্রি করার পর হিসাবান্তে জানা গেছে এটির ওজন হয়েছে প্রায় ১২ মণ।

খুলনা গেজেট/ টি আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!