খুলনা, বাংলাদেশ | ১লা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  বিশেষ ক্ষমতা আইনে মেঘনা আলমের আটকাদেশ কেন অবৈধ নয় : হাইকোর্ট
  এবারের ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ শুরু হবে সকাল ৯টায়

হৃদয়ে মিশে আছে প্রকৃতি প্রেম, ফুলের সৌরভ

আবদুস সালাম খান পাঠান

১.
হৃদয়ে আকাঙ্ক্ষা সব মিশে আছে গ্রামের সবুজ বনানী
বৃক্ষছায়ায়, তৃণলতা ঘেরা-ঘাসের; শিশির ভেজা, মাটির মসৃনে,
ভোরের ‘ফর্সা আকাশ-সূর্যের’ কিরণে- ।
বর্ষা বাদলে ঝড়ো হাওয়ায়-রাত্রি যাপনা, দূর্যোগে, ক্ষণিক বিশ্রামে,
ঘূর্ণি-তান্ডবে, অশান্ত হৃদয়ের বাসনা-সুখ, নীরব আশ্রয়ের
রাতজাগা কুঁড়েঘরে !! বিনীদ্র রজনী পোহায়-সাগর পাড়ের
– মানুষে!!
প্রবল বন্যার স্রোতে – ঢেউয়ের তালে তালে ভাওয়ালিয়া নৌকো
হেলে-দোলে অথৈ, অথৈ জলরাশির তলে, বউসন বিলের জলে।
উষাকালে দেখি, বড়পুকুর, হাওড়ে বিলে, ফোটেছে; অসংখ্য
রক্তপদ্ম, শাপলার ফুল। নাচে পদ্মপাতা ও ফুল, সুগন্ধিভরা
– পাহাড়ী ঢলে।’ বিমুগ্ধ আনন্দ প্রভাতে। কতো আকর্ষণ ঝর্ণার
স্রোতে।
গোধূলি, সন্ধ্যা বেলা ঘোর অন্ধকার অমানিশায় বাঁশঝাড়ে –
উপবনে, শুনি, জোনাকজ্বলা, ঝিঁ ঝিঁ পোকার কতো গুঞ্জন।
আকাশে উড়িতে দেখি, প্রবাসী পাখিদের অনেক ঝাঁক, হৃৎবন্ধন।
বিলের জলে, সাদাবক, পানকৌড়ি, রাজহাঁস, দু’নয়নের
অপূর্ব রসনা প্রীতি, প্রকৃতি প্রেমের স্বপ্নাবিলাস ও ভূষণে।
মাছরাঙা পাখির রঙিন ঠোঁটে, মাছধরার কৌশল, এতো –
– ক্ষণিক কৌতূহল-প্রাণের আস্বাদ নিক্কন, টাঙ্গোয়ার হাওড়ে
অতীত দিনের অচেনা, অজানা পথ, পাড়ি দেই, রাঙামাটি,
খাগড়াছড়ি, রামগড়, লামা বান্দরবানের আঁকাবাঁকা
সরু ও উঁচু নীচু পাহাড়ী ঢালু-পথে। চন্দ্রযানে পাড়ি দেই
– দুর্গম পার্বত্য পথ। কণ্টক ভরা মেঠো পথে!!

২.
এ দেশের মাটির মায়ায় ঘুরেছি কতো পাহাড়ী সবুজের
ঘন-অরণ্যে, আমার প্রকৃতি চৈতন্যে ভালোবাসা প্রাণউন্মনে।
দেখেছি, কতো আম, জাম, কাঁঠাল, আনারস, আতা, লিচু
লেবুর বাগান, রাবার ও চায়ের বাগান। –
জাফলং এর পায়ে হাঁটা সুদূর-পথে!
দেখেছি সারি সারি নারিকেল, সুপারি, পাকা সবরীকলার
সুন্দর বাগান। চাকমা রমণীর ঝুমচাষ, উর্বরতাভরা
ফসলের সবুজ ঘ্রাণ। আনন্দ-অশ্রু, বুকে, ভরে প্রাণ।
চামেলী, বেলী, গোলাপ, সূর্যমুখী, হাস্নাহেনা, পলাশ –
রজনীগন্ধা, কেওড়া ফুলের গন্ধমাখা ফুলের সৌরভে
জুড়ায় প্রাণ,- মহুয়া বন ও প্রকৃতি প্রেমের সুন্দর বনে!
আমার ভালোবাসা দেশপ্রেম পদ্মাচর, দৌলতদিয়া ঘাটের
বালুচর, ফুল ফোটা সাদা কাঁশবন, কক্সবাজার
সমুদ্র সৈকত, সবুজ গুচ্ছ ঝাউবন, প্রেমের লাবণ্যভরা, চিত্র –
সৌন্দর্য-অঙ্গন। নয়নের প্রতিচ্ছবি, প্রকৃতি বৈচিত্র্য অম্লান।
মায়ের মমতায় জড়িয়ে আছে, জীবন সৌন্দর্য, আবেগে,
– অনাবিল সুখে, নদী ও জীবন এ তরঙ্গিত ভুবনে!
হৃদয় গভীরে, বাৎসল্য প্রেমের টান, স্মৃতি অগণন।
পরম আকুলতায় দৃঢ় প্রত্যয়ে, স্রষ্টার কাছে –
অনেক চাওয়া-পাওয়া, পার্থিব, অপার্থিব সুখ করি
যে, অন্বেষণ। – সেথায় খুঁজি, সুরম্য উদ্যান, বেহেশত কানন।
বাংলাদেশ আমার জন্মভূমি। হৃদয়ে মিশে আছে
সদা প্রকৃতি প্রেম, ফুলের সৌরভে মৌমাছি গুঞ্জরণে।
– প্রভাতের সুবাসিত লগনে, নয়তো কভু অরণ্য রোদনে।
– স্বদেশ প্রেম, শৈশব স্মৃতি, এখনও জাগরুক হৃদয় সম্মোহনে।

খুলনা গেজেট/ টি আই

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!