খুলনা, বাংলাদেশ | ২৮ পৌষ, ১৪৩১ | ১২ জানুয়ারি, ২০২৫

Breaking News

হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

শারদীয় দূর্গাপুজা উদযাপনের সময় কুমিল্লা, চট্রগ্রাম, চাঁদপুর, নোয়াখালী, সিলেটসহ দেশের বিভিন্ন জেলায় প্রতিমা, পুজা মন্দির ও হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, ভাংচুর, লুটপাটের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল ১০টার সময় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এইচআরডিএফ-সাতক্ষীরা, স্বদেশ, আইন ও সালিশ কেন্দ্রের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচিতে বক্তব্য রাখেন, স্বদেশ’র নির্বাহী পরিচালক মানবাধিকারকর্মী মাধব চন্দ্র দত্ত, উদীচি শিল্পগোষ্ঠীর সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, প্রাক্তন অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকার, বাংলাদেশ জাসদের জেলা কমিটির সাধারণ সম্পাদদক অধ্যাপক ইদ্রিস আলী, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যনার্জি, প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপি, এটিএন বাংলার এম কামরুজ্জামান, কবি ও সাহিত্যিক স.ম তুহিন, সাংবাদিক সেলিম রেজা মুকুল, হেড সংস্থার নির্বাহী পরিচালক লুইস রানা গাইন, শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি রাশেদুজ্জামান রাশি প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, শারদীয় দূর্গাপূজা চলাকালিন সময়ে কুমিল্লার নানুয়ার দীঘির পাড়ের একটি ঘনাকে কেন্দ্র করে যেভাবে পূজামন্দির, প্রতিমা, হিন্দু সম্প্রদায়ের মানুষের বাড়িঘর ভাংচুর ও হামলা করা হয়েছে তা কোন স্বাধীন দেশে হতে পারে না। এ ঘটনার সাথে জড়িদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা না গেলে এমন ঘটনা ঘটতেই থাকবে।

অনুষ্ঠানে এইচআরডিএফ, শারি, আইন ও সালিশ কেন্দ্র এবং স্বদেশ’র কর্মীবৃন্দ এবং স্বেচ্ছাসেবকরাও অংশগ্রহণ করেন।

খুলনা গেজেট/ এস আই

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!