ঝিনাইদহের হরিণাকুন্ডুতে বজ্রপাতের আগুনে পুড়ে গেছে দুই কৃষকের পানের বরজ। শনিবার রাতে উপজেলার আদর্শ আন্দুলিয়া গ্রামের মাঠে এই ঘটনা ঘটে। এতে ওই কৃষকদের প্রায় লাখ টাকার ক্ষতি হয়েছে।
জানা গেছে, শনিবার সন্ধ্যার পর হঠাৎ ঝড়ো হাওয়া শুরু হয়। এর সাথে শুরু হয় বজ্রসহ বৃষ্টি। এতে ওই গ্রামের জিয়া ও শামিম নামে দুই কৃষকের পানের বরজে আগুন ধরে যায়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত কৃষক জিয়া ওই গ্রামের আজিম উদ্দিনের ছেলে ও শামিম একই গ্রামের জালাল উদ্দিনের ছেলে।
ক্ষতিগ্রস্ত কৃষক জিয়া জানান, রাতে ঝড়ের সাথে বজ্রসহ বৃষ্টি হয়। এসময় তাদের দু‘জনের পানের বরজে আগুন লাগে। আগুনে তাদের ২০ শতাংশ জমির পানের বরজ পুড়ে ছাই হয়ে যায়। এতে তাদের প্রায় লাখ টাকার ক্ষতি হয়েছে।
হরিণাকুন্ডু ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ষ্টেশন ম্যানেজার বিপুল হোসেন জানান, রাতে ঝড়ের সাথে বজ্রবৃষ্টি হয়। এসময় বজ্রপাতের আগুনে ওই দুই কৃষকের পানের বরজে আগুন ধরে। এতে ওই কৃষকদের ২০ শতাংশ জমির পানের বরজ পুড়ে গেছে।
খুলনা গেজেট/এনএম