বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৬ মে) বিকাল সাড়ে ৩ টায় ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বকুল চন্দ্র কবিরাজের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, শিশু বিষয়ক কর্মকর্তা আয়ূব হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনন্দ কিশোর সাহা এবং ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর প্রমুখ। সভায় আগামী (৮ মে) ২৫ বৈশাখ বিশ্বকবি রবীন্দ্র নাথের জন্ম দিনে শিশু একাডেমী মিলনায়তনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের মধ্যে রচনা,কবিতা আবৃতি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
সভায় আগামী ২৫ মে রবিবার যথাযোগ্য মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্ম বার্ষিকী পালনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।
খুলনা গেজেট/এমএনএস