খুলনা, বাংলাদেশ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ নভেম্বর, ২০২৪

Breaking News

  ডেঙ্গুতে একদিনের ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ২১৪

স্যান্ডউইচের দাম ৯৫ লাখ টাকা!

চিত্র বিচিত্র ডেস্ক

স্যান্ডউইচ। পাউরুটির মধ্যে ডিম, মাংস, শসা, টমেটো, সস আরও নানান রকম উপকরণ দিয়ে তৈরি করা হয়। কেউ বা রেস্টুরেন্টে খান। কেউ আবার বাসায় নিজেই তৈরি করেন। এতো গেল যে স্যান্ডউইচ আমরা খাই তার বিবরণ। কিন্তু এই স্যান্ডউইচের নামে যদি আবার অন্যকিছু মেলে তাহলে কেমন দেখায়। এমনই এক স্যান্ডউইচ নিয়ে ঘটনা ঘটেছে। পাউরুটির বদলে অর্থ দিয়ে বানানো হয়েছে এই স্যান্ডউইচ। তাও কিনা ৭০ হাজার ব্রিটিশ পাউন্ড দিয়ে। বাংলাদেশি টাকায় ৯৫ লাখেরও বেশি।

ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডের এসেক্স কাউন্টির হারউইচ শহরে। ২৭ জুলাই রুর‍াল এনগেজমেন্ট টিম হারউইচে নিয়মিত তল্লাশি চালাচ্ছিল।

তারা দেখতে পায়, এক চালক ভুল পথে গাড়ি নিয়ে ছুটছেন তাদের চোখকে ফাঁকি দিতে। দ্রুত পুলিশ গাড়িটি আটকায়। চলে তল্লাশি। গাড়ির ভেতর একটি ব্যাগ পাওয়া যায়। সেখানে ফয়েল পেপার দিয়ে মোড়ানো একটি স্যান্ডউইচ দেখতে পায় তারা। স্যান্ডউইচ দেখে সন্দেহ হয় পুলিশের। তারা ফয়েল পেপার খুলে দেখে, আদতে এটি খাওয়ার স্যান্ডউইচ নয়। ভেতরে নগদ ৭০ হাজার পাউন্ড।

২৮ বছর বয়সী সে গাড়িচালক মারিয়াস রাকজিনস্কিকে মানি লন্ডারিংয়ের অভিযোগে গ্রেপ্তার করা হয়।

৮ সেপ্টেম্বর চেমসফোর্ড ক্রাউন কোর্টে শুনানির সময় মারিয়াস নিজের অপরাধ স্বীকার করেন। তাকে ২০ সপ্তাহের কারাদণ্ড দেয়া হয়।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!