একুশ মানেই ভাষার জন্য
রক্ত-জীবন দান,
একুশ আমার মাতৃভাষার
শোকের উপাখ্যান।
হাজার মায়ের দুঃখ বিধুর
সন্তান হারা শোক,
রাজপথ হলো রক্তে রঙিন
ব্যথিত বিশ্বলোক।
ভাষার জন্য রক্ত ঝরেছে-
ইতিহাসে দেখিনাই,
আমার ভাষার প্রতিটি বর্ণে
রক্ত দেখিতে পাই !
রক্তের স্রোতে ভেসে ভেসে এলো
বাংলা বর্ণমালা,
অশ্রুর ফুলে করেছি বরণ
সাজিয়ে ব্যথার ডালা।
কত ভাই তার বোনকে হারালো
ভাই নিল বুকে গুলি,
পত্নী ত্যাজিল পতির সোহাগ
আনিতে মুখের বুলি।
কবির কলমে ছন্দ লিখন
মাঝি মাল্লার গান,
এই ভাষাতেই সুরের গিতালী
মধুর ঐকতান।
বাংলা ভাষার সুবাস যে পাই
সকল পুষ্প ঘ্রাণে,
এই ভাষাতেই তৃষ্ণা মিটাই,
দুঃখ সুখের গানে।
আবেগের যত লুকানো আকুতি
এ ভাষায় পাখা মেলে,
প্রজাপতি হয়ে উড়ে উড়ে তারা
হৃদয়ের ফুলে খেলে।
জীবন বিলিয়ে দিয়ে গেল যাঁরা
রক্তের ভাষা ঋণ,
এর প্রতিদান হবে না কিছুতে
পরিশোধ কোনো দিন।
ভাষা সৈনিক তোমরা অমর
তোমরা জাতির মান,
জনম জনম তোমাদের স্মৃতি
রইবে যে অম্লান।
খুলনা গেজেট/ এস আই