খুলনা, বাংলাদেশ | ১২ চৈত্র, ১৪২৯ | ২৬ মার্চ, ২০২৩

Breaking News

  নাইজেরিয়ায় বাস দুর্ঘটনায় ২২ জনের মৃত্যু
  রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) গাড়ি থেকে চালক সম্রাট আলীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
  ঝিনাইদহের কালীগঞ্জের মাটি টানা ট্রাক চাপায় স্কুলছাত্র নিহত
  আজ ২৫ মার্চ ভয়াল কালরাত, রাত ১০টা ৩০ থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত ১ মিনিট অন্ধকার থাকবে দেশ
খুলনা জেলা মেডিকেল সম্মেলন

স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠায় সংশ্লিষ্টদের দায়িত্বশীল হওয়ার আহ্বান : মেয়র

নিজস্ব প্রতিবেদক

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, জনসাধারণের স্বাস্থ্যসেবাসহ খুলনার উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত আন্তরিক। ইতোমধ্যে তিনি খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, বিভাগীয় শিশু হাসপাতাল, খুলনা ডেন্টাল কলেজ, ক্যান্সার হাসপাতাল নির্মাণে বরাদ্দ প্রদানসহ খুলনা মহানগরীর উন্নয়নে বিভিন্ন প্রকল্পে পর্যাপ্ত অর্থ বরাদ্দ করেছেন। খুলনা পৌরসভা বা সিটি কর্পোরেশনের ইতিহাসে এত বিপুল অর্থ কখনো বরাদ্দ আসেনি।

সিটি মেয়র শুক্রবার বিকেল ৩টায় খুলনা প্রেসক্লাবে শহীদ শেখ আবু নাসের ব্যাংকুয়েট হলে ১৯তম খুলনা জেলা মেডিকেল সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্রাকটিশনার্স এ্যাসোসিয়েশন (বিপিএমপিএ) খুলনা জেলা শাখা এ সম্মেলনের আয়োজন করে। সিটি মেয়র ফিতা কেটে ও কবুতর উড়িয়ে এ সম্মেলনের উদ্বোধন করেন। পরে সংগঠনের পক্ষ থেকে সিটি মেয়রসহ অনুষ্ঠানের অন্যান্য অতিথিদেরকে শুভেচ্ছা স্মারক প্রদান ও উত্তরীয় পরিয়ে দেয়া হয়।

দেশের স্বাস্থ্যসেবার আধুনিকায়নে এ সংগঠনের অবদান তুলে ধরে সিটি মেয়র আরও বলেন, স্বাস্থ্যসেবা প্রাপ্তি জনগণের মৌলিক অধিকার। জনগণের এ অধিকার প্রতিষ্ঠায় তিনি সংশ্লিষ্ট সকলকে আরও দায়িত্বশীল হওয়ার আহবান জানান।

বিপিএমপিএ-খুলনা শাখার সভাপতি ডা. গাজী মিজানুর রহমান-এর সভাপতিত্বে সম্মেলনে আলোকিত অতিথি হিসেবে বক্তৃতা করেন শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোহাম্মদ মাহবুবুর রহমান ও বিপিএমপিএ’র কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ডা. মো: মনিরুজ্জামান ভূঁইয়া।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও বিপিএমপিএ’র কেন্দ্রীয় কমিটির মহাসচিব ডা. মো: জামালউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বিএমএ’র কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও খুলনা জেলা শাখার সভাপতি ডা. শেখ বাহারুল আলম ও খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মো: মেহেদী নেওয়াজ। স্বাগত বক্তৃতা করেন সম্মেলন আয়োজক কমিটির চেয়ারম্যান প্রফেসর ডা. বঙ্গ কমল বসু।

খুলনা গেজেট/ এসজেড




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!