খুলনা, বাংলাদেশ | ১ মাঘ, ১৪৩১ | ১৫ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ফেনীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারী নিহত
  জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ড থেকে খালাস পেলেন খালেদা জিয়া
  বাংলাদেশি আর্থিক কেলেঙ্কারিতে মন্ত্রীর পদ ছাড়লেন টিউলিপ

‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’ ও ‘মুজিববর্ষ’ পালনে বছরব্যাপী কর্মসূ‌চি খুলনা প্রেসক্লাবের

নিজস্ব প্রতিবেদক

‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ‘মুজিববর্ষ” পালনের অংশ হিসেবে খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে : বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান, মুক্তিযুদ্ধ ও শেখ মুজিবুর রহমানের উপর আলোকচিত্র ও চলচ্চিত্র প্রদর্শন, ক্লাব অভ্যন্তরে মুজিব কর্ণার স্থাপন, দেশ ও দেশের বাইরে সেমিনার আয়োজনসহ খুলনা প্রেসক্লাবের পক্ষ হতে বিশেষ স্মরণিকা প্রকাশ করা।

খুলনা প্রেসক্লাবের ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উদযাপন উপ-পরিষদ’র সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। ক্লাবের ভিআইপি কক্ষে আজ শনিবার সকালে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উদযাপন উপ-পরিষদ’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি ও ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উদযাপন উপ-পরিষদ’র সদস্য সচিব এস এম জাহিদ হোসেন, ক্লাবের সাবেক সভাপতি ও উপ-পরিষদের যুগ্ম-আহবায়ক শেখ আবু হাসান, ক্লাবের সাবেক সভাপতি এ কে হিরু, ক্লাবের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, সিনিয়র সহ-সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, কোধাধ্যক্ষ বিমল সাহা, কার্যনির্বাহী সদস্য মোজাম্মেল হক হাওলাদার, উপ-পরিষদের সদস্য মোঃ হুমায়ুন কবীর, সুনীল দাস, তৌহিদুল ইসলাম তুহিন, সুমন আহমেদ প্রমুখ।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!