খুলনা, বাংলাদেশ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  সাবেক আইজিপি মামুনের ফের ৩ দিনের রিমান্ড

স্বদেশের সুন্দর শোভা-মায়াবী দৃশ্য

আবদুস সালাম খান পাঠান

১.
বাংলাদেশ আমার মাতৃভূমি সুজলা, সুফলা সবুজ বনানী
বৃক্ষলতায় ঘেরা গৃহছায়া, আধুনিক গ্রাম, শহর বন্দর।
অপরূপ সৌন্দর্য্যে সুন্দরবন অরণ্যভূমি, ভাওয়াল গজারীবন।
মধুপুর গড়ে পাকা আনারসের বাগান দৃশ্য কতো মনোহর!
কতো পাহাড়ী সুন্দর শোভা রামগড়, সবুজাভ-
রাঙামাটির, বান্দরবানের লামার আঁকা-বাঁকা,
উঁচু-নীচু সরু ঢালুপথ।

এই তো, চাঁদের গাড়ী চড়ে, ‘ঘুরে এলাম, খাগড়াছড়ি
বিলাইছড়ির কন্টকাকীর্ণ পথ। পায়ে হাঁটা সুদূর পথ।
দেখেছি, কাপ্তাই লেকে সুন্দর শোভা, স্বচ্ছ জলধারা
বরকলের পাহাড়ী ঝর্ণাধারা, বারবার।
নৌপথে ভ্রমণে মায়াবী মনে জেগেছে
বিপুল সাড়া, পদ্মফুল ফুটেছে, গন্ধে আকুল করা,
দেখেছি সিলেট, পঞ্চগড়ের সবুজ পাতার চায়ের
বাগান; আরও সারি সারি নারিকেল, আম, জাম
কাঁঠালের সমৃদ্ধ বাগান। হৃদয় রসনা একাকার।
দেখেছি, পদ্মা মেঘনার ইলিশের নাচন, কতো আকর্ষণ
কতো নদী-নালা পুকুরে মাছের চাষ, মাছের
ঘের, খামার সব দৃষ্টি নন্দন।

২.
সাগর পাড়ে, সবুজ ঝাউবন, নদী বালুচরে
সাদা সাদা ফুল ফোটা, সুন্দর কাঁশবন।
সুন্দরী কাঠ, কেওড়া ফুলের গন্ধমাখা, সুন্দরবন,
মৌচাকে মৌমাছির কতো গুঞ্জরণ, প্রকৃতি
প্রেমের সোনালি ভুবন।
-কতো আবেগভরা, কথামালা, বাংলার লোকগাঁথা
পালাগান, পল্লীবলার কাহিনী, সমৃদ্ধ-মহুয়া
বন। অপূর্ব ছন্দে রসে ভরা আখ্যান কাব্য
সাহিত্য সৌরভে আকুলিত-মন।

মায়ের স্নেহভরা, মমতামাখা ভালোবাসা খাঁটি,
বাংলাদেশ আমার জন্মভূমি প্রিয় মাটি।
বাংলা শব্দে বাক্যে, নিত্য মধুর সোহাগ ভরা আনন্দ
-হাসি, প্রকৃতি-প্রেমের সোনালি স্বপ্ন-বচন।
জোনাকজ্বলা গোধূলি বেলার উদ্বেল হাসি।
এযে, আমার দেশপ্রেম, মাটির মায়ায়-অবিনাশী
– ভালোবাসা স্পন্দন।

লেখক: Abdus Salam Khan Pathan
Ex-Director, Islamic Foundation Bangladesh
Phone: 01711473561, 01857541855
Postal Address:
House: 14, Road: 3/C, Sector: 9
Uttara, Dhaka 1230, Bangladesh




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!