ওমানের বিপক্ষে ব্যাটে-বলে উজ্জ্বল থেকে দলকে জেতালেন অলরাউন্ডার সাকিব আল হাসান। স্কটল্যান্ডের বিপক্ষে হারে খাদের কিনারায় পৌঁছে যাওয়া বাংলাদেশকে আরও একবার রক্ষা করলেন সাকিব। বাঁচা-মরার লড়াইয়ে বাংলাদেশ যখন শুরুতেই দুই উইকেট হারিয়ে দিশেহারা। তখন সাকিব এগিয়ে এসে হাল ধরেন দলের ব্যাটিংয়ের। ৬ চারে ২৯ বলে ৪২ রানের ইনিংস খেলেন। বল হাতেও আলো ছড়িয়েছেন। ৪ ওভার বল করে ২৮ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন সাকিব। এর মধ্যে ছিল ভয়ঙ্কর হয়ে ওঠা জাতিন্দর সিংয়ের উইকেটও। স্বাভাবিকভাবেই তাই ম্যাচ সেরার পুরস্কার ওঠেছে সাকিবের হাতে।
পুরস্কার বিতরণী মঞ্চে দাঁড়িয়ে সাকিব কথা বললেন আগের ম্যাচে স্কটল্যান্ডের কাছে হার নিয়ে, ‘অবশ্যই স্কটল্যান্ডের বিপক্ষে হারটা পুরো দলকে কষ্ট দিয়েছে। কারণ কেউ এটা আশা করেনি। এটা খুব কঠিন ছিল।’
ওমানের প্রশংসা করে সাকিব বলেন, ‘তারা খুব ভালো ক্রিকেট খেলেছে কিন্তু আমরা আমাদের নার্ভ ধরে রেখেছি। অভিজ্ঞরা ভূমিকা রেখেছে। ওমান ১৫ ওভার পর্যন্ত ম্যাচে ছিল, এটা তাদের কৃতিত্ব। তারা সাহসী ক্রিকেট খেলেছে, পরের ম্যাচের জন্য শুভ কামনা রইলো।’
তিনি আরও বলেন, ‘আমার মনে হয় এই জয়টা আমাদের নার্ভকে শক্ত রাখতে সাহায্য করবে। আমাদের আরেকটা ম্যাচ আছে, যেটা জিততেই হবে। এরপর দেখতে হবে ওমান-স্কটল্যান্ড ম্যাচে কী হয়।’