খুলনা, বাংলাদেশ | ১৪ কার্তিক, ১৪৩১ | ৩০ অক্টোবর, ২০২৪

Breaking News

  চট্টগ্রামে জুস কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট
  সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার

সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিজেএসসি খুবি সংসদের ইফতার বিতরণ

খুবি প্রতিনিধি

গরীব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে বিজেএসসি খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) সংসদ। সোমবার (১০ মে) বিকেলে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) সংলগ্ন হলরোড এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত দিনমজুর, ভ্যানচালক, রিকশাচালকসহ প্রায় ২০০ মানুষের মাঝে ইফতার বিতরণ করে সংগঠনটির সদস্যরা।

এ সময় ইফতার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেএসসি খুলনা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি ইবনুল হাসান, গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মো. শরিফুল ইসলাম, গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মাজিদুল ইসলাম ও সংগঠনের অন্যান্য সদস্যরা।

সংগঠনের সভাপতি ইবনুল হাসান বলেন, করোনা মহামারীতে নিম্নবিত্ত শ্রেণীর মানুষ অনেক কষ্টে আছে। এসব মানুষের কষ্ট লাঘবে আমাদের সংগঠনের পক্ষ থেকে কিছু মানুষের মাঝে ইফতার বিতরণ করেছি। ভবিষ্যতে আমরা আরো বেশি সংখ্যক অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই। তিনি আরও বলেন, বিজেএসসি খুবি সংসদের সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানাই। তাদের আন্তরিক সহযোগিতা ছাড়া এ উদ্যোগ সফল করা সম্ভব হতো না

প্রসঙ্গত, বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস কাউন্সিল (বিজেএসসি) খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) সংসদ ২০১৮ সালে খুলনা বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করে। যাত্রা শুরুর পর থেকেই বিভিন্ন সামাজিক এবং মানবিক কর্মকান্ড পরিচালনা করে আসছে সংগঠনটি।

 

খুলনা গেজেট/এমএইচবি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!