খুলনা বিশ্ববিদ্যালয়ে নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) ডিসিপ্লিন এবং ডিভেলপমেন্ট স্টাডিজ (ডিএস) ডিসিপ্লিনের যৌথ উদ্যোগে ‘উন্নয়নশীল দেশের রাষ্ট্র গঠন’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) ড. সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের ইউআরপি লেকচার থিয়েটারে এ সেমিনার শুরু হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
এ সময় তিনি বলেন, আজকের তরুণ প্রজন্মের হাত ধরেই আগামীর বাংলাদেশের পথ নির্ধারণ হবে। রাষ্ট্র গঠন এবং জাতি গঠন একটি সমন্বিত প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় জবাবদিহিতা এবং নেতৃত্বের গুণাবলী বিশেষ ভূমিকা রাখে। তাই রাষ্ট্র বিনির্মাণ প্রক্রিয়ায় জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা প্রয়োজন। তিনি দেশ ও জাতির উন্নয়নে এমন একটি সময়োপযোগী সেমিনার আয়োজনের জন্য ইউআরপি ও ডিএস ডিসিপ্লিনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান।
সেমিনারে কি-নোট স্পিকার হিসেবে জ্ঞানগর্ভ আলোচনা করেন বাংলাদেশ ব্যাংকের বোর্ড অব ডিরেক্টর্স’র সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রফেসর ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি তাঁর দীর্ঘ আলোচনায় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা, উন্নয়নশীল দেশের রাষ্ট্র গঠনে নানা সমস্যা ও সমাধানের বিষয়ে আলোকপাত করেন।
তিনি বলেন, উন্নয়নশীল দেশের রাষ্ট্র গঠনে সবচেয়ে বড় সমস্যার নাম হচ্ছে ফ্যাসিবাদ। বাংলাদেশ সেই মৌলিক সমস্যার মুখোমুখি হয়েছিল। এই মুহূর্তে বাংলাদেশের সামনে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে রাজনৈতিক বন্দোবস্ত। বিশেষ করে সুষ্ঠু নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি আরও বলেন, ক্ষমতার কেন্দ্রায়িত চরিত্র যত বাড়বে, জনদুর্দশা তত বাড়বে। সুনির্দিষ্ট গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত জনআকাঙ্ক্ষা পূরণ করাও সম্ভব হবে না। তিনি উন্নয়নশীল দেশের রাষ্ট্র গঠনে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক প্রেক্ষাপট, দরিদ্রতা, শিক্ষা, স্বাস্থ্য ও নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
সেমিনারে আরও আলোচনা করেন ইউআরপি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ জাকির হোসেন ও ডিএস ডিসিপ্লিন প্রধান কাজী হুমায়ুন কবীর। সেমিনারে স্বাগত বক্তৃতা করেন ইউআরপি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউআরপি ডিসিপ্লিনের প্রভাষক নূর মোহাম্মদ হা-মীম। সেমিনারে দুই ডিসিপ্লিনের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/ টিএ