খুলনা, বাংলাদেশ | ২৪ পৌষ, ১৪৩১ | ৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  উড্ডয়ন করেছে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স
  রাজধানীতে পঙ্গু হাসপাতালে আগুন
  গুম ও জুলাই গণহত্যায় জড়িত ৯৭ জনের পাসপোর্ট বাতিল
  ট্রাভেল ডকুমেন্ট নিয়ে ভারতে আছেন শেখ হাসিনা, ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং

সি‌পি‌বির সভায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ ও তীব্র ক্ষোভ

নিজস্ব প্রতি‌বেদক

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা মহানগর কমিটির এক সভা শুক্রবার রাতে দলীয় কার্যালয়ে মহানগর শাখার সভাপতি কমরেড মিজানুর রহমান বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কমরেড এ্যাড. নিত্যানন্দ ঢালীর পরিচালনায় অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিবি কেন্দ্রীয় সদস্য ও জেলা কমিটির সভাপতি কমরেড ডাঃ মনোজ দাশ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর সিপিবি নেতা কমরেড এইচ এম শাহাদাৎ, কমরেড রঙ্গলাল মৃধা, বীর মুক্তিযোদ্ধা কমরেড নিতাই পাল, বীর মুক্তিযোদ্ধা কমরেড কিংশুক রায়, কমরেড মোস্তাফিজুর রহমান রাসেল, কমরেড নীরজ রায়, কমরেড জাহানারা আক্তারী, কমরেড তোফাজ্জেল হোসেন, কমরেড ফজলুল হক, কমরেড সাইদুর রহমান বাবু প্রমুখ।

সভায় বক্তারা ২০২১-২২ সালের বাজেট তথাকথিত বাজেট না হয়ে জনবান্ধব বাজেট প্রদানের আহ্বান জানান এবং চাল-ডাল-তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির প্রতিবাদে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। বাজার নিয়ন্ত্রণে সিন্ডিকেটের নিকট সরকার জিম্মি ও অসহায়। নেতৃবৃন্দ অবিলম্বে চাল-ডাল-তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনার জন্য জোর দাবি জানান।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!