এক মাসের ব্যবধানে তিনবার এলপি গ্যাসের মূল্য বৃদ্ধি করা হয়েছে। ফলে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের গ্যাস ক্রয় করা দু:সাধ্য হয়ে উঠেছে। বিশ্ববাজারের অজুহাত দেখিয়ে কয়েকটি অসাধু কোম্পানি সিন্ডিকেটের মাধ্যমে গ্যাসের মূল্য বৃদ্ধি করা হয়েছে।
মঙ্গলবার ( ১মার্চ) খুলনা এলপি গ্যাস ব্যবসায়ী মালিক সমিতির নেতৃবৃন্দ এক বিবৃতিতে এ কথা বলেন। নেতৃবৃন্দ অনতিবিলম্বে এলপি গ্যাসের মূল্য পুননির্ধারণের আহবান জানিয়েছেন।
বিবৃতিদাতারা হলেন, খুলনা এলপি গ্যাস ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি শেখ মোঃ তোবারেক হোসেন তপু, সহ-সভাপতি হাজী শেখ মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি মোঃ রাকিবুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল অদুদ, জান্নাতুল ফেরদৌস পিকুল, মোঃ তামান্না, শেখ মোঃ বাবর আলী, ডাঃ গোলজার, মোঃ জাকির হোসেন, মোঃ সাদ্দাম হোসেন (জুয়েল), মোঃ রফিক, মোঃ নাদিম মোল্লা বাবু, মোঃ চান, বকশি সাইফুল ইসলাম, মোঃ নুরুল আমিন, মোঃ আকতার হোসেন, মোঃ মিজানুর, কামরান হোসেন কেমি, নজরুল ইসলাম বাবু প্রমুখ।
খুলনা গেজেট/এএ