সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, খুলনা মহানগর শাখার এক জরুরি সভা ২৭ জানুয়ারি বৃহস্পতিবার রাতে নগরীর লায়ন্স কনভেনশন সেন্টারে সংগঠনের মহানগর সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব গাজী আলাউদ্দিন আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সংগঠনের খুলনা মহানগর সভাপতি পদত্যাগ করায় সভায় সর্বসম্মতিক্রমে সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব গাজী আলাউদ্দিন আহমদকে চলমান মেয়াদের অবশিষ্ট সময়ের জন্য সভাপতির দায়িত্ব প্রদান করা হয়।
সভায় উপস্থিত ছিলেন এবং সাংগঠনিক বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন উপদেষ্টা রোটাঃ এস এম শাহনওয়াজ আলী ও আলহাজ্ব রোটাঃ ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার, সহ-সভাপতি আলহাজ্ব রোটাঃ সরদার আবু তাহের, মোহাম্মদ আরিফ, শেখ মোঃ নাসির উদ্দিন ও আব্দুস সালাম আকন শিমুল, সাধারণ সম্পাদক এম এ মান্নান বাবলু এবং ইনামুল হক সবুজ, এস কে রানা আহমেদ, বিমল মল্লিক, মোঃ বদিউজ্জামান লাবলু, মোঃ হাসানুর রহমান তানজির, ইসরাত জাহান জিনাত, মোঃ হুমায়ুন কবির বালী, এসকে এমডি বাহলুল আলম, মোঃ মনির হোসেন, বিপ্লব কান্তি দাস, শায়খুল ইসলাম বিন হাসান, অসীম কুমার বিশ্বাস, কাজী আব্দুল মান্নান, সোহাগ হোসেন, প্রীতিশ ঢালী, মোঃ ইউনুস সানা ও মোঃ লিটন হোসেন প্রমুখ। খবর বিজ্ঞপ্তি।
খুলনা গেজেট/এনএম