খুলনা, বাংলাদেশ | ১৪ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৯ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৩৭
  হজ নিবন্ধনের সময় বাড়ল

সাম্প্রদায়িক সম্প্রীতি সমুন্বত রাখার আহ্বান খুলনা রেঞ্জ ডিআইজি’র

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক পিপিএম জেলার যে কোন পরিস্থিতিতে সাম্প্রদায়িক সম্প্রীতি সমুন্বত রাখার উপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করার নির্দেশনা দিয়ে বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের জানমাল, সহায় সম্পত্তি, বাড়ী-ঘর, ব্যবসা প্রতিষ্ঠানসহ ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা রক্ষার্থে পুলিশী তৎপরতা বৃদ্ধির করতে হবে। একইসাথে জেলা সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি সর্বস্তরের জনসাধারণকে সম্পৃক্ত করে পুলিশী সেবা বৃদ্ধি করতে হবে যাতে জনগণ পুলিশের কাছ থেকে তাদের কাঙ্খিত সেবা পায়।

খুলনা রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক পিপিএম বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা আড়াইটার দিকে সাতক্ষীরা জেলা পুলিশ লাইন্স এর ড্রিল শেডে জেলার সকল ইউনিটের বিভিন্ন পর্যায়ে পুলিশ সদস্যদের সাথে বিশেষ ব্রিফিংকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ ব্রিফিং অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান, (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ আমিনুর রহমান, (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল মীর আসাদুজ্জামান বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, কালিগঞ্জ সার্কেল মোঃ আমিনুর রহমান, সহকারী পুলিশ সুপার, তালা সার্কেল মোঃ হাসানুর রহমান প্রমুখ।

প্রধান অতিথি সাতক্ষীরা জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে পুলিশের ভূমিকা, করণীয়, বর্জনীয়সহ বিভিন্ন বিষয় নিয়ে মূল্যবান দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন। সর্বসময়ে মানুষের পাশে থেকে পুলিশি সেবা প্রদানের বিষয়টিকে সর্বাধিক গুরুত্বের সাথে দেখার জন্য মাঠ পর্যায়ের সকল অফিসার ও ফোর্সদের নির্দেশনা প্রদান করেন। তিনি ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে সমানভাবে আইনী সুরক্ষা প্রদানের জরুরী পরামর্শ দেন।

পরে তিনি সাতক্ষীরা জেলার ঊর্ধ্বতন পুলিশ অফিসার ও সকল থানার অফিসার ইনচার্জগণের উপস্থিতিতে অনুষ্ঠিত অপরাধ পর্যালোচনা সভায় যোগদান করে প্রধান অতিথির বক্তব্যে জেলার আইন-শৃঙ্খলা রক্ষার্থে প্র্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এসময় জেলার সকল থানার অফিসার ইনচার্জ সকল থানা, ডিআইও-১, ডিএসবি, কোর্ট পুলিশ পরিদর্শক, ওসি ডিবি, পুলিশ পরিদর্শক, পিবিআই, পুলিশ পরিদর্শক, সিআইডি, আর.আই পুলিশ লাইন্সসহ অন্যান্য অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।
বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক পিপিএম, বৃহস্পতিবার বেলা সোয় ২টার দিকে আকস্মিক সাতক্ষীরা জেলা পরিদর্শন করেন। তিনি সাতক্ষীরা জেলা পুলিশ লাইন্সে পৌঁছালে সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম তাঁকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হলে পুলিশ লাইন্সের একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!