ভারতের পাচারকালে সাতক্ষীরার কলারোয়া উপজেলার মাদ্রাস সীমান্ত থেকে ৮ পিচ স্বর্ণ আটক করেছে বিজিবি। বুধবার ( ১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে পরিত্যক্ত অবস্থায় এই স্বর্ণ উদ্ধার করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারি পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্র জানায়, সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক, পিএসসি, জি এর সার্বিক দিক নির্দেশনা অনুযায়ী ও প্রদত্ত সোর্সের তথ্যের ভিত্তিতে জানা যায় যে, মাদরা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তের মেইন পিলার ১৩ এর সাব পিলার ৯ হতে আনুমানিক ১.৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ সোনাবাড়িয়া এলাকায় এক চোরাকারবারী কর্তৃক স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশ্যে গমন করবে। উক্ত সংবাদের ভিত্তিতে নায়েক প্রশান্ত কুমার এর নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল ওই এলাকায় কৌশলে অবস্থান নেয়।
এ সময় চোরাকারবারীরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল উক্ত স্থানে তল্লাশী করে পরিত্যাক্ত অবস্থায় ৮টি স্বর্ণের বার উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১ কেজি ৮ গ্রাম যার মূল্য ৮০ লক্ষ ৬৪ হাজার) টাকা।
এ ব্যাপারে কলারোয়া থানায় মামলা দায়ের পূর্বক স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক, পিএসসি, জি সীমান্ত এলাকা থেকে ৮ পিস স্বর্ণের বার উদ্ধারের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবির উপস্থিতিতে টের পেয়ে চোরাচালানি পালিয়ে যায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
তিনি আরো বলেন, সাতক্ষীরা ব্যাটালিয়নের সকল সদস্যগণ জেলার সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান দমনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। বাংলাদেশের অর্থনৈতিক অবকাঠামো রক্ষার্থে চোরাচালান এবং মাদক দ্রব্য নির্মূল করাই সাতক্ষীরা ব্যাটালিয়নের মূল লক্ষ্য।
খুলনা গেজেট/ এসজেড