সাতক্ষীরায় বিজিবি সদস্যরা পৃথক অভিযানে হিজলদী, মাদরা, তলুইগাছা এবং বৈকারী সীমান্তে অভিযান চালিয়ে ৬ জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে। রোববার বিকালে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের বাড়ি নওগাঁ, চট্টগ্রাম, খুলনা ও যশোর জেলার বিভিন্ন এলাকায়।
আটককৃতরা হলো, নওগাঁ জেলার মহাদেবপুর থানার মির্জাপুর গ্রামের মুজিবুর রহমানের ছেলে মোঃ আনারুল ইসলাম (৪০), চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার সিংহরা গ্রামের লঘু সরকারের ছেলে নয়ন সরকার (২৭), খুলনার কয়রা থানার গোবরা গ্রামের মৃত আক্তাব গাজীর ছেলে আলী আজম (২৫), তার স্ত্রী মিনান নাহার (২১), ছেলে মোঃ আরিফ হোসেন (৫) এবং যশোরের অভয়নগর থানার কুদলা গ্রামের মৃত খোকা ফকিরের ছেলে শেখ শরিফুল ফকির (৩১)।
বিজিবি সূত্র জানায়, বর্তমানে করোনা ভাইরাসের ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ প্রতিরোধকল্পে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে অবৈধ গমনাগমন নিয়ন্ত্রণের লক্ষ্যে বিজিবির পক্ষ হতে সীমান্তে সর্বদা কঠোর নজরদারী এবং টহল তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গত ১৩ জুন বিকালে পৃথক অভিযানে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা ও বৈকারী এবং কলারোয়া উপজেলার হিজলদী ও মাদরা সীমান্ত থেকে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশের সময় ৬ জন বাংলাদেশী নাগরিক আটক হয়।
সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ এসব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত ২৮ এপ্রিল হতে ৩৩ বিজিবি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় কঠোর নজরদারী, টহল তৎপরতা এবং বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশের প্রাক্কালে মোট ৫৪ জন বাংলাদেশী নাগরিক এবং ৩ জন মানব পাচারকারী আটক করা হয়।
আটককৃত বাংলাদেশী নাগরিকদের সাতক্ষীরা সদর উপজেলার পদ্মশাখরা প্রাথমিক বিদ্যালয় এবং কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়া প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত কোয়ারেন্টাইন সেন্টারে প্রেরণ করা হয়েছে। কোয়ারেন্টাইন শেষে আটককৃত নাগরিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হবে।
খুলনা গেজেট/এনএম