খুলনা, বাংলাদেশ | ৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ নভেম্বর, ২০২৪

Breaking News

  বিচার বিভাগকে ঘুষ ও দুর্নীতিমুক্ত করার চেষ্টা হচ্ছে : ড. ইউনূস
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৮৯
  পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারত থেকে ফেরত চাইব : প্রধান উপদেষ্টা

সাতক্ষীরা রেঞ্জে মধু আহরণের আনুষ্ঠানিক উদ্বোধন, ২৪ হরিণ শিকারীর আত্মসমর্পণ

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

পশ্চিম বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন সুন্দরবন মধু আহরণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (১ এপ্রিল) শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মধু আহরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস.এম আতাউল হক দোলন। পশ্চিম বনবিভাগের পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মধু আহরণের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে দল নেতা আনারুল ইসলামের নেতৃত্বে সুন্দরবনের ২৪ জন চোরা হরিণ শিকারী আত্মসমর্পণের ঘোষনা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গিকার করেন। এসময় তারা জীবনে আর কোন দিন সুন্দরবনে ঢুকে হরিণ শিকার করবে না মর্মে শপথ বাক্য পাঠ করেন।

খুলনা বিভাগীয় বন কর্মকর্তা ডাঃ আবু নাসের মহসিনের সভাপতিত্বে মধু আহরণের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) এমকেএম ইকবাল হোসাইন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শ্যামনগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম প্রমুখ।

এ সময় বক্তারা সকলকে নিয়ম মেনে মধু সংগ্রহের আহ্বান জানিয়ে সুন্দরবনের মধুকে বিশ্বের দরবারে সেরা মধু হিসেবে তুলে ধরতে মৌয়ালদের ভেজাল মুক্ত মধু সরবরাহের আহবান জানান।

পরে সেখানে সুন্দরবনে বাঘের আক্রমণে স্বামী হারানো ৫ বাঘ বিধবা নারীকে খাদ্য এবং নগদ অর্থ সহায়তা প্রদান করেন অতিথিবৃন্দ।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!