পশ্চিম বনবিভাগের আওতাধীন সাতক্ষীরা রেঞ্জের গহীন সুন্দরবনের মান্দারবাড়িয়া এলাকায় অবৈধভাবে মাছ ধরার সময় পাঁচ জেলেকে আটক করেছে বনবিভাগের স্মার্ট পেট্রোল টিমের সদস্যরা। শুক্রবার বিকালে এক অভিযানে মাছ ধরা সরঞ্জামসহ তাদেরকে আটক করা হয়।
আটককৃত জেলেরা হলেন বাগেরহাট জেলার পেড়ীখালী রামপাল এলাকার তরিক শেখের ছেলে অহিদুল (১৬), আজগর গাজীর ছেলে আলমগীর (২৬), রুস্তম শেখর ছেলে রবিউল (২২), কচুয়া উপজেলার বগা এলাকার মকবুল হোসেনের ছেলে আনিসুর রহমান (৩৫) ও মান্নাফ হাওলাদারের ছেলে জুয়েল হাওলাদার (২০)।
বনবিভাগ সূত্রে জানা যায়, অবৈধভাবে বনে ঢুকে পশ্চিম বনভিাগের আওতাধীন সাতক্ষীরা রেঞ্জের গহীন সুন্দরবনের মান্দারবাড়িয়ার নিষিদ্ধ এলাকায় কিছু জেলে মাছ ধরছে এমন গোপন সংবাদেও ভিত্তিতে বন বিভাগের স্মার্ট পেট্রোল টিম ও পুষ্পকাটি ফরেস্ট টহল ফাঁড়ীর সদস্যরা ওই এলাকায় অভিযান চালায়। এসময় সেখান থেকে মাছ ধরার সরঞ্জামসহ তাদেরকে আটক করা হয়।
বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন র্কমর্কতা সুলতান আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত জেলেদের বন আইনে মামলা দিয়ে শনিবার সকালে আদালতের মাধ্যমে সাতক্ষীরা করাগারে পাঠানো হয়েছে।
খুলনা গেজেট/এনএম