সাতক্ষীরায় গত দুই মাসেও গ্রেপ্তার হয়নি পুলিশের হাত কড়া নিয়ে পালিয়ে যাওয়া সদর উপজেলার ঝাউডাঙা ইউনিয়নের গোবিন্দকাটি গ্রামের কুখ্যাত মাদক পাচারকারি ও হত্যা মামলার আসামী কামরুজ্জামান রানা। গত ফব্রুয়ারি ভোর রাতে ৫ কেজি গাঁজাসহ আটক করা হয় রানাকে। পরে পুলিশের লাগানো হাতকড়াসহ পালিয়ে যায় সে। এলাকাবাসির অভিযোগ রানা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাকে গ্রেপ্তর করতে পারছে না।
খোঁজ নিয়ে জানা যায়, ২০১৪ সালের ২২ আগষ্ট সাতক্ষীরা সদরের গোপীনাথপুর গ্রামের জগদীশ গোস্বামীকে বাড়ি থেকে ডেকে নিয়ে কালিয়ানি- ছয়ঘরিয়া সীমান্তে নৃশংসভাবে হত্যা মামলার অন্যতম এজাহারভুক্ত আসামী কামরুজ্জামান রানা। গত পহেলা ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে ভারত থেকে গোবিন্দকাটি গ্রামের মতিয়ার রহমান ওরফে মতি ও মোস্তাক ৫ কেজি গাজা আনার পর রানার নেতৃত্বে তার বাড়ির সামনে থেকে ছিনতাই করা হয়। এ খবর ছড়িয়ে পড়ার পর ৫ ফেব্রুয়ারি বৃহষ্পতিবার ভোর সাড়ে তিনটার দিকে রানার বাড়ির সামনে থেকে মতিয়ার ও বাপ্পি হোসেনকে গ্রেপ্তার করে সদর থানার সহকারি উপপরিদর্শক মোঃ জিয়া। তাদের দেওয়া তথ্য মতে ভোর রাতে রানার বাড়ি থেকে ওই গাঁজা উদ্ধার করার সময় আটক করা হয় রানাকে। এ খবর পেয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ি আজাদের সহযোগিতায় রানা পুলিশের লাগানো হাতকড়াসহ পালিয়ে যায়। স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহায়তায় আজাদ তার জামাতা রানার সঙ্গে যোগাযোগ করে ওই হাতকড়া ফিরিয়ে দেয়।
পরে ৫ কেজি গাজা উদ্ধারের ঘটনায় সদর থানার সহকারি উপপরিদর্শক মোঃ জিয়া বাদি হয়ে ইউপি সদস্য আজাদ, তার জামাতা কামরুজ্জামান রানাসহ ৫ জনের নামে মামলা দায়ের করেন। গত ৫ ফেব্রুয়ারি মামলার তদন্তকারি কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক ইসমাইল হোসেন গ্রেপ্তারকৃত আজাদ, মতিয়ার ও বাপ্পি হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ডের আবেদন করেন। পরে আজাদ আদালত থেকে জামিন পাওয়ার পরপরই রানা প্রকাশ্যে ঘুরে বেড়াতে শুরু করে। মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরেও তাকে সাতক্ষীরা জজ কোর্টের সামনে রাস্তায় একটি সাদা জামা গায়ে ঘুরতে দেখা গেছে।
সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক ইসমাইল হোসেন বুধবার বিকালে জানান, এ মামলায় গ্রেপ্তারকৃত তিনজনই আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছেন। আসামী কামরুজ্জামান রানা ও আলাউদ্দিন পলাতক রয়েছে। রানা একজন মাফিয়া ডন উল্লেখ করে তিনি বলেন, মঙ্গলবার তাকে জজ কোর্ট এলাকায় ঘুরতে দেখা গেছে এমন খবর তিনি দেরীতে পান। রানা এলাকায় আছে ও দীর্ঘক্ষণ এক জায়গায় থাকে না উল্লেখ করে তিনি বলেন, তাকে ধরতে না পারলে খুব শ্রীঘ্রই এ মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।
খুলনা গেজেট/এএ