‘নদী একটি জীবন্ত সত্তা-প্রকৃতিকে বাঁচাতে, নদী বাঁচান’ শ্লোগানে বিশ্ব নদী দিবস উপলক্ষে জনসচেতনতা সৃষ্টিতে জন মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায় হিউম্যান রাইটস এন্ড এনভাইরনমেন্ট এ্যাকশন ডেভলপমেন্ট (হেড) ও স্বদেশ’র যৌথভাবে শহরের অদূরে বিনেরপোতা এলাকায় বেতনা নদীর ব্রিজের উপর বুধবার সকাল ১০টায় এ মানববন্ধনের আয়োজন করে।
সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক মো. আনিছুর রহিমের সভাপতিত্বে মানববন্ধনে বিশ্ব নদী দিবসের উপর ধারণাপত্র পাঠ করেন হিউম্যান রাইটস এন্ড এনভাইরনমেন্ট এ্যাকশন ডেভলপমেন্ট (হেড)’র নির্বাহী পরিচালক লুইস রানা গাইন।
বক্তৃতা করেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সদস্য সচিব এড. আবুল কালাম আজাদ, ক্রিসেন্ট সংস্থার নির্বাহী পরিচালক একেএম আবু জাফর ছিদ্দিকী, বাংলাদেশ ভিশনের নির্বাহী পরিচালক অপরেশ পাল, ব্রেকিং দ্য সাইলেন্স’র প্রজেক্ট কো-অর্ডিনেটর মনিরুজ্জামান টিটু, জেলা নাগরিক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলিনুর খান বাবুল, অর্জন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহুয়া মঞ্জুরী, সবুজ ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার মোছাঃ আয়েশা খাতুন, যুবনেতা তরিকুল ইসলাম অন্তর প্রমুখ।
মানববন্ধনে স্থানীয় পর্যায়ে নদ-নদী সুরক্ষা দাবীর আন্দোলন জোড়দার করে জনসচেতনতার মাধ্যমে নাগরিক সমাজ ও সরকারের মধ্যে সমন্বয়ের মাধ্যমে নদীর সুরক্ষা নিশ্চিত করার দাবি জানান বক্তারা।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন স্বদেশ’র নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত।
খুলনা গেজেট/এনএম