খুলনা, বাংলাদেশ | ৫ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ নভেম্বর, ২০২৪

Breaking News

  জুলাই গণহত্যা : ৮ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এক মাসে তদন্ত শেষ করার নির্দেশ
  বিশ্বকাপ বাছাই : মার্টিনেজের ভলিতে পেরুর বিপক্ষে জয় পেল আর্জেন্টিনা

সাতক্ষীরায় প্রবাসীর স্ত্রী ও মা’কে অবরুদ্ধ রেখে জমিতে রাস্তা নির্মাণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় আদালতের নির্দেশ অমান্য করে এক প্রবাসীর স্ত্রী ও মা’কে সন্ত্রাসী দিয়ে অবরুদ্ধ করে এক ইউপি সদস্যের নেতৃত্বে জোরপূর্বক রেকডীয় সম্পত্তিতে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। শুক্রবার (২০ অক্টোবর) সকালে সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ি ইউনিয়নের হরিশপুর গ্রামে এ ঘটনা ঘটে।

হরিশপুর গ্রামের সাবিনা খাতুন জানান, তার স্বামী রুহুল আমিন কয়েক বছর ধরে মালয়েশিয়া প্রবাসী। তার বাবা ২০১১ সালের ১৭ জানুয়ারী একই এলাকার জনৈক আব্দুল লতিফের কাছ থেকে নারায়নজোল মৌজার এসএ ২১৮ দাগের ছয় শতক জমি কিনে ওই বছরের ১৪ ফেব্রুয়ারী তার নামে দানপত্র করে দেন। বর্তমান মাঠ জরিপে ওই জমি তার নামে রেকর্ড হওয়ার পর তিনি শান্তিপূর্ণভাবে ভোগ দখলে ছিলেন।

দুই বছর আগে একই এলাকার লুৎফর রহমান ও আবুল হোসেন চলাচলের রাস্তা বিহীন বাড়িসহ জমি কিনে স্থানীয় ইউপি সদস্য আশারুল ইসলামকে ম্যানেজ কওে তার জমির উপর দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণের চেষ্টা চালিয়ে আসছিলো। তাদের সহযোগী ছিলেন, সাবেক সেনা সদস্য আলম ও হবিবর রহমান। এ নিয়ে হুমকি ধামকির ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়।

সাধারণ ডায়েরি করার খবর পেয়ে লুৎফর, আবুল হোসেন ও ইউপি সদস্য আশারুল আরো বেপরোয়া হয়ে ওঠেন। এরই ধারাবাহিকতায় গত ১২ মে সকালে তাদের ( সাবানা) জমির উপর দিয়ে জোরপূর্বক রাস্তা বানানোর জন্য বালি ফেলা শুরু করলে তিনি ও তার শ্বাশুড়ি বাধা দেন। এসময় আশারুল মেম্বর, লুৎফর, আবুল হোসেন, লাল্টু ও রশিদসহ কয়েকজন তাকে ও শ্বাশুড়ি ফজিলাকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে জখম করে।

এঘটনায় থানায় অভিযোগ দিলেও পুলিশ মামলা না নেওয়ায় গত ৩ আগষ্ট তার শ্বশুর বাদি হয়ে ছয় জনের নাম উল্লেখ করে আদালতে মামলা দায়ের করেন। বিচারক অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পিবিআইকে নির্দেশ দেন। এরপরও তারা জোরপূর্বক রাস্তা নির্মাণের চেষ্টা চালিয়ে যাওয়ায় নিরুপায় হয়ে তার শ্বশুর আলফাজউদ্দিন বাদি হয়ে গত ১৯ সেপ্টেম্বর সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রট আদালতে একটি মামলা দায়ের করেন।

মামলায় ইউপি সদস্য আশারুলসহ সাতজনকে বিবাদী করা হয়। বিচারক বিষ্ণুপদ রায় আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ও জমির প্রকৃত অবস্থা জানানোর জন্য সদর সহকারি কমিশনারকে (ভূমি) নির্দেশ দেন।

পুলিশ যথারীতি উভয়পক্ষকে শান্তিশৃঙ্খলা বজায় রাখা ও বিরোধপূর্ণ জমিতে কোন প্রকার কাজ না করার জন্য নির্দশ দেন। এরপরও তারা জোরপূর্বক রাস্তা নির্মাণের চেষ্টা করলে তার শ্বশুর আলফাজউদ্দিন স্থানীয় ইউনিয়ন পরিষদে অভিযোগ করলে চেয়ারম্যন কবীর হোসেন মিলন ঘটনাস্থল পরিদর্শন করেন।

সাবানা খাতুন অভিযোগ করে বলেন, শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে লুৎফর গংরা তাদের জমির উপর দিয়ে বালি ও ইট ফেলে রাস্তা নির্মাণ কাজ শুরু করলে তিনি থানায় খবর দেন। একইসাথে তিনি ও তার শ্বাশুড়ি কাজে বাধা দিলে মেম্বর আশারুল, লুৎফর, আবুল হোসেন, লাল্টু, রশিদ, আলম, হবিবরসহ তাদের কয়েকজন ভাড়াটিয়া সন্ত্রাসী তাকে ও শ্বাশুড়িকে মারপিট করে বাড়ির মধ্যে ঢুকিয়ে দিয়ে অবরুদ্ধ করে রাখে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে মেম্বর কাজ বন্ধ করে দেন। পুলিশ চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যে তারা আবারো কাজ শুরু করে দেন। সকাল ১১ টার দিকে মেম্বর আশারুল চলে যাওয়ার সময় তাদেরকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে যান। এমতাবস্থায় তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় রয়েছেন।

এ ব্যাপারে আগরদাঁড়ি ইউপি সদস্য আশারুল ইসলাম বলেন, কোর্ট কাছারি করে কি হবে, জনস্বার্থে অন্যের জমির উপর দিয়ে সরকারি রাস্তা বানালে ক্ষতি কি? রাস্তা তো সকলে ব্যবহার করবে।

আগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান কবীর হোসেন মিলন বলেন, বিষয়টি নিয়ে তিনি সমঝোতার চেষ্টা করেছিলেন। তবে সমঝোতা না হওয়ায় তিনি লুতফর ও আবুল হোসেনকে বাজার দামে সাবিনার জমির অংশ বিশেষ কিনে নেওয়া বা জমির বদলে জমি দেওয়ার পরামর্শ দিয়েছিলন। এসবের বাইরে যেয়ে সরকারি ইট দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণ করা সম্পূর্ন বেআইনি। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!