সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২০ উপলক্ষে অনুষ্ঠিত ওয়েবিনারে দেশকে এগিয়ে নিতে নতুন প্রজন্মকে তথ্যপ্রযুক্তিতে সমৃদ্ধ করার আহবান জানানো হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় ভার্চুয়াল প্লাটফর্ম জুমে অনুষ্ঠিত এই ওয়েবিনারে ‘যদিও আছি দূরত্ব, তবুও আছি সংযুক্ত’ শ্লোগানে সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ বদিউজ্জামানের সঞ্চালনায় ওয়েবিনারে প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখেন ও অংশ নেন সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়েত, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসু দেব, সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সাতক্ষীরা সরকরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ দাশ, সাতক্ষীরা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আরাফাত প্রমূখ।
ওয়েবিনারের প্রধান অতিথি বলেন, ডিজিটাল বাংলাদেশ এখন কল্পনা নয়, বাস্তব। বঙ্গবন্ধু বাংলাদেশ উপহার দিয়েছেন, তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ উপহার দিয়েছেন। মানুষ ডিজিটাল বাংলাদেশের সুফল পাচ্ছে। এজন্য তথ্য প্রযুক্তি খাতকে গুরুত্ব দিয়ে এগিয়ে নিতে হবে। নতুন প্রজন্মকে তথ্য প্রযুক্তিতে সমৃদ্ধ করার উদ্যোগ নিতে হবে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, সরকারি সেবার প্রতিটি খাত ডিজিটালাইজেশন হয়েছে। মানুষ এখন বাড়ি বসেই অনেক সেবা পাচ্ছেন। এজন্য স্বাস্থ্য, শিক্ষা, ভূমিসহ জনগুরুত্বপূর্ণ খাতে হয়রানি কমেছে। নতুন প্রজন্মকে তথ্যপ্রযুক্তিতে সমৃদ্ধ করার জন্য সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগ অব্যাহত রয়েছে। জেলায় ১৪শ আইটি এক্সপার্ট তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
ওয়েবিনারের দ্বিতীয় পর্বে সহকারী কমিশনার (আইসিটি) জুবায়ের হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত ‘ডিজিটাল বাংলাদেশ এগিয়ে যাওয়ার ১২ বছর’ শীর্ষক প্রেজেন্টেশন প্রতিযোগিতায় সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মৌমিতা খাতুন প্রথম এবং ডিজিটাল বাংলাদেশ শীর্ষক রচনা প্রতিযোগিতায় মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী সাবিহা খাতুন প্রথম স্থান অর্জন করেছে। সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করা হয়েছে।
খুলনা গেজেট/কেএম