খুলনা, বাংলাদেশ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  সাবেক আইজিপি মামুনের ফের ৩ দিনের রিমান্ড
  অ্যান্টিগা টেস্ট: তৃতীয় দিন শেষে বাংলাদেশ ২৬৯/৯, পিছিয়ে ১৮১ রানে

সাতক্ষীরায় গাঁজা গাছসহ চাষি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

সাতক্ষীরায় দুইটি গাঁজা গাছসহ চাষিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। জব্দকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামীকে সাতক্ষীরা জেলার তালা থানায় হস্তান্তর করা হয় এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

র‌্যাব সূত্রে, রোববার (২৭ জুন) রাতে র‌্যাব-৬ (সাতক্ষীরা ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন সাতক্ষীরা জেলার তালা থানাধীন চরগ্রাম এলাকায় গোপনে এক ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য গাঁজা গাছের চাষাবাদ ও উৎপাদন করে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে সাতক্ষীরা জেলার তালা থানাধীন মাগুরা ইউনিয়নের চরগ্রামের ০৪ নং ওয়ার্ডস্থ একটি ক্ষেতের মধ্যে থেকে মোঃ বাবু পার (৩৫), পিতাঃ মৃত, শরাফউদ্দিন, সাং-চরগ্রাম, ইউপিঃ মাগুরা, থানাঃ তালা, জেলা সাতক্ষীরাকে গ্রেপ্তার করে।

এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেপ্তারকৃত আসামীর দেখানো মতে দুইটি গাঁজার গাছ ওজন উদ্ধার করা হয়। দুটি গাছ থেকে সর্বমোট ৯শ’ গ্রাম গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

খুলনা গেজেট/ টি আই

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!