সাতক্ষীরায় প্রতিদিনই বাড়ছে করোনা শনাক্তের হার। বৃহস্পতিবার (১০ জুন) নতুন করে রেকড সংখ্যাক করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে মোট ২১১ জনের নমুনা পরীক্ষায় ১১১ জনের শরীরে করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫২ দশমিক ৬০ শতাংশ।
এর আগে গত তিন দিনে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করা হয় ৯৫, ১৮৭ ও ১৮২ জনের। এসময় ৪৮, ১০৩ ও ১০৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়। বৃহস্পতিবার নতুন করে ২১১ জনের নমুনা পরীক্ষায় ১১১ জনের শরীরে করোনা শনাক্ত হয়।
সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত কুমার খুলনা গেজেটকে বলেন, এর আগে একদিনে সর্বোচ্চ ১০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে ১০ জুন পর্যন্ত সাতক্ষীরার জেলায় মোট শনাক্তের সংখ্যা এখন ২ হাজার ২৫৮ জন।
এদিকে গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে দুই নারীসহ ৪ জনের মৃত্যু হয়েছে।
খুলনা গেজেট/এমএম