সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে তিন জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে জেলায় ২৫ আগষ্ট
(বুধবার) পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৮৭ জন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন ৬২৭ জন।
করোনা উপসর্গে মৃত ব্যক্তিরা হলেন, সাতক্ষীরার তালা উপজেলার ধানদিয়া গ্রামের মৃত দেলবার হোসেন সরদারের ছেলে মোশারাফ হোসেন সরদার (৬০), একউ উপজেলার জেঠুয়া গ্রামের মৃত হারান
গাজীর ছেলে আবদুল হক গাজী ৬০) ও শ্যামনগর উপজেলার কাশিমাড়ি গ্রামের মৃত হাসান সরদারের ছেলে আবু মুসা সরদার (৫৫)।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে গত ১৯ আগষ্ট থেকে ২৫ আগষ্টের মধ্যে বিভিন্ন সময় তারা সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৫ আগষ্ট (বুধবার) ভোর রাত সোয়া ১২টা থেকে সকাল সাড়ে ১০টার
মধ্যে তারা মারা যান।
সামেক হাসপাতাল সূত্র জানায়, ২৬ আগষ্ট সকাল পর্যন্ত মোট ৯৪ জন রোগী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে ৬ জন
করোনা পজেটিভ ও বাকি ৮৮ জন সাসপেক্টেড। গত ২৪ ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছেন ১৮ জন ও সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন ১২ জন। নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) ভর্তি
আছে ৮ জন।
এদিকে সাতক্ষীরায় কমেছে সংক্রমণের হার। গত ২৪ ঘন্টায় নতুন করে ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় ২১০ টি নমুনা পরীক্ষা করা হয়।
শনাক্তের হার ৮ দশমিক ৫৭ শতাংশ। এর আগের দিন শনাক্তের হার ছিল ১১দশমিক ৮৯ শতাংশ।
সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ হুসাইন সাফায়াত জানান, গত ২৪ ঘন্টায় জেলায় করোনা উপসর্গে মারা গেছে ৩ জন। এ সময় ২১০ টি নমুনা পরীক্ষা করে ১৮ জনের করোনা সনাক্ত হয়। শনাক্তের হার ৮ দশমিক ৫৭।
খুলনা গেজেট/ টি আই