সাতক্ষীরায় দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। প্রতিদিনই করোনা উপসর্গে ৮/৯ জন করে মানুষ মারা যাচ্ছে। এদের মধ্যে নারীদের সংখ্যা বেশী। গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ (সমাকে) হাসপাতালে ৫ নারীসহ আরো ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ৬ দিনের ব্যবধানে সাতক্ষীরায় করোনা আক্রান্ত হয়ে ৬ জনসহ মোট ৫১ জনের মুত্যু হলো।
করোনা উপসর্গে মৃত ব্যক্তিরা হলেন, সাতক্ষীরার দেবহাটা উপজেলার সেকেন্দ্রা গ্রামের নুর ইসলামের স্ত্রী ফরিদা বেগম (৫৫), একই উপজেলার শাকরা কোমরপুর গ্রামের আলতাফ হোসেনর স্ত্রী কামরুনাহার (৩৪), সদর উপজেলার লাবসা গ্রামের আব্দুল লতিফের স্ত্রী সফুরা খাতুন (৬০), তালা উপজেলার গাছনা গ্রামের কার্তিক চন্দ্র দাসের স্ত্রী নমিতা দাস (৫০), কালিগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের আব্দুল কাদেরের স্ত্রী শরিফা খাতুন (৬০), আশাশুনি উপজেলার বুধহাটা গ্রামের অবুল খায়েরের ছেলে আব্দুল কাদের (৫০), সাতক্ষীরা পৌর সদরের কুখরালী এলাকার মৃত মাদার মোল্যার ছেলে আবুল কাশেম মোল্যা (৬৫) ও বাগাসবাড়ি এলাকার মৃত সৈয়দ আলীর ছেলে ইউসুফ আলী (৭০)।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে উল্লেখিতরা গত ১৩ জুন থেকে ২৬ জুনের মধ্যে বিভিন্ন সময়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৬ জুন ভোর সোয়া ৫টা থেকে রাত সোয়া ১১টার মধ্যে বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়। ফলে মাত্র ছয় দিনের ব্যবধানে সাতক্ষীরায় করোনা আক্রান্ত হয়ে ৬ জনসহ মোট ৪১ জনের মুত্যু হলো।
এর মধ্যে ২৬ জুন করোনা উপসর্গে ৯ জন, ২৫ জুন একজন পজেটিভসহ ৮ জন, ২৪ জুন করেনা উপসর্গে ৯ জন, ২৩ জুন চারজন পজেটিভ সহ ৮ জন ও ২২ জুন একজন পেজটিভসহ মোট ৯ জন মারা যায়। এনিয়ে, জেলায় ২৭ জুন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৬৬ জন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন অন্ততঃ ৩২১ জন।
এদিকে সাতক্ষীরায় ফের বেড়েছে করোনা সংক্রমনের হার। গত ২৪ ঘন্টায় সাতক্ষীরায় নতুন করে আরো ৫৪ জনের করোনা সনাক্ত হয়েছে। এসময় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে ১৬৫টি নমুনা পরীক্ষা করা হয়। সনাক্তের হার ৩২ দশমিক ৭২ শতাংশ। এর আগের দিন সনাক্তের হার ছিল ২৭ দশমিক ০৯ শতাংশ। এনিয়ে ২৭ জুন পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছে ৩ হাজার ২৬২ জন।
সাতক্ষীরা সদর হাসপতালের মেডিকেল অফিসার ও জেলা করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডাঃ জয়ন্ত কুমার সরকার জানান, গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে সামেক হাসপাতালে আরো ৮ জনের মৃত্যু হয়েছে। এসময় সামেকে হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে মোট ১৬৫ টি নমুনা পরীক্ষা করে ৫৪ জনের করোনা সনাক্ত হয়েছে। সনাক্তের হার ৩২ দশমিক ৭৩ শতাংশ।
তিনি আরো বলেন, রোববার (২৭ জুন) পর্যস্ত সাতক্ষীরায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৮৬২ জন। হাসপাতালে ভর্তি আছে ৪৪ জন। এর মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি আছে ২৭ জন ও বেসকারি হাসপাতালে ১৭ জন। বাড়িতে হোস আইসোলেশনে আছে ৮১৮ জন। বেসরকারি হাসপাতালে উপসর্গ নিয়ে ভর্তি ১২৮ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৫৬ জন।
খুলনা গেজেট/এনএম