খুলনা, বাংলাদেশ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৬ নভেম্বর, ২০২৪

Breaking News

  কিশোরগঞ্জের ভৈরবে বাসা থেকে ২ সন্তানসহ বাবা-মায়ের মরদেহ উদ্ধার
  কুমিল্লায় অটোরিকশায় ট্রেনের ধাক্কায় নিহত বেড়ে ৭

সাতক্ষীরায় করোনায় একজ‌নের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় ৫ মার্চ সকাল সাড়ে ১০টার দিকে তিনি মারা যান। এনিয়ে জেলায় এপর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট ৯২ জনের মৃত্যু হলো। এসময় করোনা উপসর্গে মারা গেছে ৮৪৪ জন।

করোনা আক্রান্ত হয়ে মৃত ব্যক্তির নাম আব্দুল গফ্ফার শেখ(৭০)। তিনি সাতক্ষীরা সদও উপজেলার আহসাননগর গ্রামের মৃত আলিমুদ্দিন শেখের ছেলে। করোনা আক্রান্ত হয়ে গত ২১ ফেব্রুয়ারি তিনি সামেক হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয়েছিলেন।

এদিকে জেলায় নতুন করো মাত্র ১ জন করোনা পজেটিভ সনাক্ত হয়েছে। এসময় সামেক হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে ও র‌্যাপিড এন্টিজেন কীটে ৩৮ টি নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ২ দশমিক ৬৩ শতাংশ।

সামেক হাসপাতাল সূত্র জানায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে ৬ মার্চ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে মোট ২৯ জন রোগী । এর মধ্যে ১ জনের করোনা পজেটিভ ও বাকি ২৮ জন সন্দেহজনক (সাসপেক্টেড)। নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) ভর্তি আছে ৩ জন।

সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ হুসাইন সাফায়াত জানান, গত ২৪ ঘন্টায় সামেক হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে ২২ টি নমুনা পরীক্ষা করে ১ জনের ও সাতক্ষীরা সদর হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে র‌্যাপিড এন্টিজেন কীটে ১৬টি নমুনা পরীক্ষা করে কারো করোনা পজেটিভ সনাক্ত হয়নি। শনাক্তের হার ২ দশমিক ৬৩ শতাংশ।
তিনি আরো বলেন, জেলায় ৫ পর্যন্ত মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৭ হাজার ৯২২ জন। জেলায় মোট সুস্থ হয়েছেন ৭ হাজার ৭৭২ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছে ১২ জন। বর্তমানে জেলায় করোনা রোগী রয়েছে ৫৯ জন। এরমধ্যে হাসপাতালে ভর্তি করোনা রোগীর সংখ্যা ১ জন। বাড়িতে হোম আইসোলেশনে আছেন ৫৮জন। জেলায় এপর্যন্তÍ ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছে ৯২ জন এবং উপসর্গে মারা গেছেন আরো ৮৪৪ জন।

সিভিল সার্জন আরো জানান, গত ৫মার্চ পর্যন্ত জেলায় ১ লক্ষ ৭৭ হাজার ৫২ জন এস্ট্রাজেনেকা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। আর দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ১ লক্ষ ২৪ হাজার ৯৪৯ জন। এদিকে সেনোফর্ম ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন ৯ লক্ষ ৭৫ হাজার ৫৭৬ এবং দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ৮ লক্ষ ৭৩ হাজার ৭৯৯জন। ফাইজার ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন ২ লক্ষ ৪৬ হাজার ৭৮৭ জন। দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ২ লাখ ৩ হাজার ৬৩ জন। সিনোভ্যাক ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন ২ লক্ষ ৭২ হাজার ২ জন। সিনোভ্যাক ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ১ লক্ষ ১৯ হাজার ৬৮৫ জন। এছাড়া এস্ট্রাজেনেকা ভ্যাকসিনের বুষ্টার ডোজ গ্রহণ করেছেন ৬৬ হাজার ৭৯৪ জন এবং ফাইজার ভ্যাকসিনের বুষ্টার ডোজ গ্রহণ করেছেন ৯১ জন।

তিনি জানান, সাতক্ষীরা জেলায় এপর্যন্ত প্রথম ডোজ ভ্যাকসিন দেয়া হয়েছে ১৬ লক্ষ ৭১ হাজার ৪১৭ জনকে। দ্বিতীয় ডোজ ভ্যাকসিন দেয়া হয়েছে ১৩ লক্ষ ২১ হাজার ৪৯৬ জনকে এবং তৃতীয় ডোজ ভ্যাকসিন প্রদান করা হয়েছে ৬৬ হাজার ৮৮৫ জনকে।

 

খুলনা গেজেট/এএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!