সাতক্ষীরায় মাত্র আধা ঘন্টার ব্যবধানে করোনা অক্রান্ত ও উপসর্গে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। রোববার ভোর রাত দেড়টা থেকে ২টার মধ্যে তাদের দু’জনের মৃত্যু হয়।
মৃত ব্যক্তিরা হলেন, করোনা অক্রান্ত সাতক্ষীরার কলারোয়া উপজেলার মুরারিকাটি গ্রামের ইমান আলী শেখের ছেলে মোঃ শহিদুল ইসলাম শেখ (৫৫) ও করোনা উপসর্গে শ্যামনগর উপজেলার বিড়ালক্ষী গ্রামের মোঃ আব্দুল আজিজের স্ত্রী দুলজান বিবি (৫৮)।
হাসপাতাল সূত্রে জানা যায়, জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে গত ২ জুন সাতক্ষীরা সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন কলারোয়ার মুরারিকাটি গ্রামের শহিদুল ইসলাম শেখ। পরে তার করোনা রিপোর্ট পজেটিভ আসে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোর রাত দেড়টার দিকে তিনি মারা যান।
এদিকে একই ধরনের উপসর্গ নিয়ে ৫ জুন সাতক্ষীরা সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন শ্যামনগর উপজেলার বিড়ালক্ষী গ্রামের দুলজান বিবি (৫৮)। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোর রাত ২টার দিকে তিনি মারা যান।
এ নিয়ে সাতক্ষীরা জেলায় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরো অন্ততঃ ২২১ জন। এছাড়া ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৫১ জন। এছাড়া জেলায় করোনা আক্রান্ত মোট রোগীর সংখ্যা ১ হাজার ৮৩৭ জন।
সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ ফয়সাল আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্যবিধি মেনে মৃত দুই জনের লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
খুলনা গেজেট/এনএম