সাতক্ষীরায় হাসপাতালে ভর্তিকৃত ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েই চলছে। গত ২৪ ঘন্টায় জেলায় রেকর্ড পরিমান ১৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। সাতক্ষীরায় এটাই এ পর্যন্ত হাসপাতালে ভর্তিকৃত একদিনে সর্বোচ্চ সংখ্যাক ডেঙ্গু রোগী।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার জানান, গত ২৪ ঘন্টায় সামেক হাসপাতালে ৮ জন, কলারোয়ায় ৬ জন, তালায় ৪ জন এবং সাতক্ষীরা সদর হাসপাতালে ১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের সর্বশেষ ডেঙ্গু জ্বর সংক্রান্ত প্রতিবেদন অনুযায়ী জেলায় গত ২৪ ঘন্টায় আরো ১৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এনিয়ে জেলায় মোট রোগীর সংখ্যা দাড়িয়েছে ৪৯১ জন। এর মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন ৪০৪ জন। হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ৩৪ জন অন্যত্রে রেফার্ড করা হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৪৬ জন। গত আগষ্ট মাসে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছেন ৫ জন।
তথ্য অনুযায়ি জেলায় সবচেয়ে বেশি রোগী ২৪২ জন চিকিৎসা নিয়েছেন সামেক হাসপাতালে। সদর হাসপাতালে ৫৮ জন। উপজেলা গুলোর মধ্যে সবচেয়ে বেশি রোগী ৮৯ জন কলারোয়ায়। এছাড়া কালিগঞ্জে ৩৮ জন, শ্যামনগর ও দেবহাটায় ১২ জন করে, তালায় ২৩ জন, আশাশুনি ৪ জন এবং বেসরকারী হাসপাতালে ১৩ জন। এ পর্যন্ত জেলায় ৫ জন রোগী মারা গেছেন।
খুলনা গেজেট/ টিএ