সাতক্ষীরার কলারোয়ার ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ উপলক্ষে ভোটকেন্দ্রে নিয়োজিত ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে কলারোয়া সরকারী জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।
কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা অঞ্চলের নির্বাচন কর্মকর্তা মোঃ ইউনুচ আলী, সাতক্ষীরা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সজিব খাঁন, সাতক্ষীরা জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ নাজমুল কবীর।
এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল হামিদ, কৃষি অফিসার রফিকুল ইসলাম, সমাজসেবা অফিসার নুরে আলম নাহিদ, উপজেলা বিআরডিবির আরডি ও এএসএম সোহেল হোসেন প্রমুখ।
প্রশিক্ষণ কর্মশালায় প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের আলাদা কক্ষে প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।
কলারোয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মনোরঞ্জন বিশ্বাস জানান, কলারোয়া উপজেলায় একমাত্র হেলাতলা ইউনিয়নে ইভিএম এ ভোট গ্রহণ করা হবে। সে লক্ষে আগামীকাল থেকে দুই দিন ব্যাপী ইভিএম ভোট কেন্দ্র যারা দায়িত্ব পালন করবেন তাদের প্রশিক্ষণ শুরু হবে।
কর্মশালায় আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ভূমিকা নিয়ে দিক নির্দেশনা দেন সাতক্ষীরা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সজিব খাঁন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনী ৩ স্তরের নিরাপত্তা বলয় তৈরী করবে।, নির্বাচনে কোন প্রকারে বিশৃঙ্খলা সৃষ্টি করার সুযোগ থাকবে না। তিনি নির্বাচনে দায়িত্বপালনকারি প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদেরকে সাহসী ভূমিকা নিয়ে ন্যায় ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার আহবান জানান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলারোয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মনোরঞ্জন বিশ্বাস।