সাতক্ষীরায় ২৪ ঘন্টায় আরো নতুন করে ৯১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সোমবার (১৪ জুন) সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে ১৮৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ৪৮ দশমিক ৯২ শতাংশ।
এর আগের দিন রোববার সনাক্তের হার ছিল ৪৭ দশমিক ৮২ শতাংশ। গত দিনের তুলনায় শনাক্তের হার কিছুটা বৃদ্ধি পেয়েছে। সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে সাতক্ষীরায় দ্বিতীয় মেয়াদের লকডাউনের তৃতীয় দিন পার হয়েছে ঢিলেঢালা ভাবে। অন্য দিনের তুলনায় এদিন শহরে লোকজনের চলাচল কিছুটা বৃদ্ধি পেয়েছে। ভ্যান রিকসা, ইজিবাইক ও প্রাইভেট কারের চলাচল ছিল চোখে পড়ার মত। প্রশাসনের লোকজনের মধ্যেও কিছুটা গাছাড়া ভাব লক্ষ্য করা গেছে। এদিকে করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে দুই নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। ১৪ জুন পর্যন্ত সাতক্ষীরায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মোট ৫২ জনের আর উপসর্গ নিয়ে মারা গেছে আরো অন্ততঃ ২৪৮ জন।
সাতক্ষীরা সিভিল সার্জন হুসাইন সাফায়ত জানিয়েছেন, নতুন করে আরো ৯১ জনসহ এ পর্যন্ত জেলায় ২ হাজার ৫১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।