সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গে দুই নারীসহ চার জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২২ মার্চ তাদের মৃত্যু হয়। এনিয়ে জেলায় গত ২২ মার্চ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছে মোট ৯২ জন এবং করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৮৫৮ জন।
করোনা উপসর্গে মৃত ব্যক্তি হলেন, সাতক্ষীরার কলারোয়া উপজেলার সিংহলাল গ্রামের মুজদ্দিনের ছেলে মোঃ মোফাজ্জেল হোসেন (৬৫), তালা উপজেলার পাঁচপোতা গ্রামের মৃত আমিন উদ্দিনের স্ত্রী মোছাঃ রেবেকা খাতুন (৮৪), একই উপজেলার শাশা সেনেরগাতি গ্রামের সূধীর সিংহ এর ছেলে নির্মল কুমার সিংহ (৭০) ও শ্যামনগর উপজেলার খাওয়াঘাট গ্রামের রবিউল ইসলামের স্ত্রী রাবেয়া খাতুন (২৬)।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে গত ৯ মার্চ হতে ২২ মার্চের মধ্যে বিভিন্ন সময় তারা সামেক হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২২ মার্চ সকাল ৭টা ২০ মিনিট হতে বেলা ৩টা ৫০ মিনিটের মধ্যে বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়।
এদিকে গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে কেউ করোনা আক্রান্ত হয়নি। এসময় সামেক হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে ও র্যাপিড এন্টিজেন কীটে কোন নমুনা পরীক্ষা করা হয়নি। বর্তমানে জেলায় দুইজন করোনা পজেটিভ রোগি রয়েছে যারা নিজ নিজ বাড়িতে থেকে চিকিৎসা সেবা নিচ্ছেন।
সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ হুসাইন সাফায়াত জানান, জেলায় ২২ মার্চ পর্যন্ত মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৭ হাজার ৯২৬ জন। জেলায় মোট সুস্থ হয়েছেন ৭ হাজার ৮৩২ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছে ১ জন। বর্তমানে জেলায় করোনা রোগী রয়েছে ২জন। যারা দু’জনেই নিজ নিজ বাড়িতে হোম আইসোলেশনে আছেন। জেলায় এপর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছে ৯২ জন এবং উপসর্গে মারা গেছেন আরো ৮৫৮ জন।
সিভিল সার্জন আরো জানান, গত ২২ মার্চ পর্যন্ত জেলায় ১ লক্ষ ৭৮ হাজার ৭০৭ জন এস্ট্রাজেনেকা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। আর দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ১ লক্ষ ৩৫ হাজার ৬১ জন। এদিকে সেনোফর্ম ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন ৯ লক্ষ ৭৬ হাজার ৯০৬ এবং দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ৮ লক্ষ ৮৩ হাজার ২৯৪ জন। ফাইজার ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন ২ লক্ষ ৫০ হাজার ৪৬ জন। দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ২ লাখ ৭ হাজার ৮০৪ জন। সিনোভ্যাক ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন ২ লক্ষ ৭৬ হাজার ২৫৯ জন। সিনোভ্যাক ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ১ লক্ষ ২২ হাজার ৭৫০ জন।
এছাড়া এস্ট্রাজেনেকা ভ্যাকসিনের বুষ্টার ডোজ গ্রহণ করেছেন ৭৯ হাজার ৬৯৯ জন এবং ফাইজার ভ্যাকসিনের বুষ্টার ডোজ গ্রহণ করেছেন ৯১ হাজার ৭১৯ জন।
সাতক্ষীরা জেলায় এপর্যন্ত প্রথম ডোজ ভ্যাকসিন দেয়া হয়েছে ১৬ লক্ষ ৮১ হাজার ৯১৮ জনকে। দ্বিতীয় ডোজ ভ্যাকসিন দেয়া হয়েছে ১৩ লক্ষ ৪৮ হাজার ৯০৯ জনকে এবং তৃতীয় ডোজ ভ্যাকসিন প্রদান করা হয়েছে ৯৯ হাজার ৪১৮ জনকে।
খুলনা গেজেট/ এস আই