খুলনা, বাংলাদেশ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৬ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯০
  কিশোরগঞ্জের ভৈরবে বাসা থেকে ২ সন্তানসহ বাবা-মায়ের মরদেহ উদ্ধার
  কুমিল্লায় অটোরিকশায় ট্রেনের ধাক্কায় নিহত বেড়ে ৭

সাতক্ষীরার উপকূলীয় এলাকায় পানি বিশুদ্ধকরণ প্লান্টের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার শ্যামনগরের উপকূলে পানি সংকট প্রবণ এলাকায় পানি বিশুদ্ধকরণ প্লান্টের উদ্বোধন করা হয়েছে। পিটারসন কন্ট্রোল ইউনিয়নের আর্থিক সহযোগিতায় বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্স এর বাস্তবায়নে বৃহস্পতিবার (৩১ মার্চ) শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের ফুলতলা গ্রামে লিডার্স পুরাতন অফিসে এই পানি বিশুদ্ধকরণ প্লান্টের উদ্বোধন করা হয়।

লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডলের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে ফিতা কেটে পানি বিশুদ্ধকরণ প্লান্টের শুভ উদ্বোধন করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অসীম কুমার মৃধা, পিটারসন কন্ট্রোল ইউনিয়নের ম্যানেজিং ডিরেক্টর মোঃ ফকরুল ইসলাম খান প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ড এর মহিলা ইউপি সদস্য নিপা চক্রবর্তী, ১নং ওয়ার্ড এর উইপি সদস্য হরিদাস হালদার, মুন্সিগঞ্জ ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের সভাপতি ও সাবেক প্রধান শিক্ষক ধনঞ্জয় কুমার মিস্ত্রী, সাধারণ সম্পাদক তপন কুমার মন্ডল, পিটারসন কন্ট্রোল ইউনিয়নের সাঈদ আল ফয়সাল, শুভঙ্কর বড়–য়া, রিভেল আহমেদ, বসির উদ্দীন, রবি শংকর দে, সাদ্দাম হোসেন, জলবায়ু সহনশীল দলের সাধারণ সম্পাদক দীপ্তি রানী মন্ডল, সদস্য বিলকিস বেগম সহ লিডার্স এর সকল কর্মকতাবৃন্দ প্রমূখ।

অনুষ্ঠানে বলা হয়, জলবায়ু পরিবর্তনের কারণে বংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তীব্র পানি সংকট বেড়েছে। লবণাত্ততা বৃদ্ধি এই সংকটকে আরও তীব্রতর করে তুলেছে। উপকূলীয় এলাকায় সরকারী বেসরকারীভাবে যেসকল পানি প্রযুক্তি স্থাপন করা হয়েছে সেগুলি উৎস্য নষ্ট হওয়া, প্রযুক্তিগত সীমাবদ্ধতা, প্রযুক্তি ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ জটিলতার কারনে পানি সংকট নিরসনে দীর্ঘমেয়াদে কার্যকরী হচ্ছে না। এইমুহুর্তে রিভার্স অসমোসিস লবনাক্ত পানিকে নিরাপদ পানি হিসাবে পানযোগ্য করার একটি সফল কার্যকরী পানি প্রযুক্তি। উপকূলীয় এলাকার পানি সংকট প্রবণ এলাকার মধ্যে মুন্সিগঞ্জ ইউনিয়নের ফুলতলা গ্রামে বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্স ‘পিটারসন কন্ট্রোল ইউনিয়ন’ এর আর্থিক সহযোগিতায় একটি রিভার্স অসমোসিস স্থাপন করেছে। এই পানি বিশুদ্ধকরণ প্লান্ট এর মাধ্যমে প্রতিদিন ৪০০০ লিটার সুপেয় পানি জনগণের মাঝে সরবরাহ করা সম্ভব হবে।

প্রধান অতিথি মোঃ আক্তার হোসেন বলেন, উপকূলে পানি সংকট প্রকট। পানি সংকট এলাকায় পিটারসন কন্ট্রোল ইউনিয়নকে আরও পানি প্রযুক্তি স্থাপন করার জন্য আহবান করছি। উপকূল এলাকায় পানি কিন্তু কিনে খেতে হয় এবং দূর্যোগের সময় এই সংকট আরও বেড়ে যায়। লিডার্স উপকূলের মানুষের জন্য ভালো কাজ করছে। লিডার্স এর যোগাযোগের মাধ্যমে এমন উন্নয়ন কর্মকান্ড অব্যহত থাক এই প্রত্যাশা করছি।

 

খুলনা গেজেট/এএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!