খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি, রাজি পাকিস্তান; ভারতের ম্যাচ দুবাইয়ে : বিসিবিআই সূত্র
  গুমের দায়ে আইনশৃঙ্খলা বাহিনীর ২২ সদস্য চাকরিচ্যুত, গুম কমিশনের সুপারিশে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে

সাকিব ও বাংলাদেশের প্রতি সম্মান কমে গেছে ম্যাথিউসের

ক্রীড়া প্রতিবেদক

কোনো বল না খেলেই আউট হলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। সময় মতো ব্যাটিং শুরু করতে না পারায় আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে ‘টাইমড আউট’ হলেন লঙ্কান অলরাউন্ডার। টাইগার অধিনায়ক সাকিব আল হাসানের আবেদনের বলি হয়ে ক্ষোভ ঝেড়েছেন ম্যাথিউস। ম্যাচ শেষে বলেন, বাংলাদেশ ও সাকিবের জন্য সম্মান কমে গেছে তার।

সোমবার দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে যে হেলমেট নিয়ে নেমেছিলেন ম্যাথিউস, তাতে পুরোপুরি নিরাপদ বোধ করেননি এই লঙ্কান অলরাউন্ডার। পরে টেলিভিশন রিপ্লেতে দেখা যায়, যে ফিতা দিয়ে হেলমেট আটকে রাখা হয়, সেটি বাঁধতে গিয়ে ছিড়ে বা খুলে গেছে। পরে ডাগআউট থেকে আরেকটি হেলমেট আনান তিনি। কিন্তু সেটিও উপযুক্ত মনে করেননি ম্যাথিউস। তাই উইকেটে গার্ড নিয়ে ব্যাটিং শুরু না করে তৃতীয় হেলমেটের অপেক্ষা করেন। তখনই সতীর্থদের পরামর্শে ‘টাইমড আউট’-এর আবেদন করেন টাইগার অধিনায়ক সাকিব। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে অ্যাঞ্জেলো ম্যাথিউস বলেন, ‘অবশ্যই এটা সাকিব ও বাংলাদেশের জন্য কলঙ্কজনক।

আমার মনে হয়েছে এটা খুব বাজে ভুল। এটা কাণ্ডজ্ঞানহীনতার প্রমাণ। আমি মানকাডিং বা অবস্ট্রাক্টিং ফিল্ডিংয়ের কথা বলছি না। এটা জাস্ট পুওর কমনসেন্স। এটা সত্যিই অসম্মানজনক।’
ম্যাথিউস বলেন, ‘আমি ভুল কিছু করিনি। ক্রিজে যেতে ও তৈরি হতে আমার দুই মিনিট ছিল। আমি সেটা নিয়েছি। আমি সেখানে দুই মিনিটের আগে ৪০-৫০ সেকেন্ডের মধ্যে ছিলাম। এরপর হেলমেট (স্ট্র্যাপ ছিড়ে যায়) ভেঙে যায়। আমার হাতে তখনো ৫ সেকেন্ড সময় ছিল।’

এরপরই ম্যাথিউস বলেন, সাকিব ও বাংলাদেশের প্রতি সম্মান কমে গেছে তার। তিনি বলেন, ‘সাকিব ও বাংলাদেশ দলের প্রতি অনেক সম্মান ছিল। তবে সেটা আজ পর্যন্তই। হ্যাঁ, আমরা সবাই জিততে খেলি। যদি নিয়মের মধ্যে হয়, ভালো। কিন্তু আমি তো দুই মিনিটের মধ্যে সেখানে ছিলাম। আমাদের কাছে ভিডিও প্রমাণ আছে। আমরা শিগগির এটা নিয়ে বিবৃতি দেবো।’

প্রত্যেক ম্যাচের পরই সৌহার্দ্য বিনিময়ের জন্য দুই দলের খেলোয়াড়রা একে অপরের সঙ্গে হাত মিলিয়ে থাকেন। তবে বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে হ্যান্ডশেক করেননি লঙ্কানরা। এ নিয়ে ম্যাথিউস বলেন, ‘আপনাকে যে সম্মান করবে তাকেই আপনার সম্মান করা দরকার। খেলাটার প্রতি তাদের সম্মান থাকা উচিত। আমরা সুন্দর এই খেলাটার প্রতিনিধিত্ব করি। আপনি যদি খেলাকে সম্মান না করেন, যদি নিজের কাণ্ডজ্ঞান কাজে না লাগান, কী আর বলতে পারি?’

এমসিসির আইনের ৪০.১.১ নম্বর ধারা অনুযায়ী, ‘একজন ব্যাটারের আউট হয়ে যাওয়া বা অবসরের পর যে ব্যাটার আসবেন, তাকে বা স্ট্রাইকে থাকা ব্যাটারকে ৩ মিনিটের মধ্যে বলের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হতে হবে। অন্যথায় যে ব্যাটার নামছেন, তাকে আউট হতে হবে।’ অবশ্য এবারের বিশ্বকাপের প্লেয়িং কন্ডিশনে বলা আছে, এক্ষেত্রে সময় ২ মিনিট। কিন্তু সোমবার ম্যাথিউস অতিক্রম করে যান দুটিই। স্থানীয় সময় ৩ টা ৪৯ মিনিটে আউট হন আগের ব্যাটার সামারাবিক্রমা। ৩টা ৫৪ মিনিটে বাংলাদেশ অধিনায়ক সাকিবের আবেদনের প্রেক্ষিতে ম্যাথিউসকে আউট ঘোষণা করেন আম্পায়াররা।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!