খুলনায় ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার সাংবাদিক আবু তৈয়ব ২১ দিন পর জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (১২ মে) বিকেল ৫টার দিকে খুলনা কারাগার থেকে তিনি জামিনে মুক্তি পান।
এর আগে নিম্ন আদালত থেকে তার জামিন আবেদন নামঞ্জুর হয়। তার আইনজীবী আক্তার জাহান রুকু জানান, ‘উচ্চ আদালত গত ৫ মে তার জামিন মঞ্জুর করেন। আজ বুধবার উচ্চ আদালতের নির্দেশে তিনি খুলনা জেলা থেকে মুক্তি পেয়েছেন।’
সাংবাদিক আবু তৈয়ব এনটিভি ও দৈনিক লোক সামাজের খুলনা প্রতিনিধি। গত ২০ এপ্রিল রাতে তাকে তার মুজগুন্নী বাসা থেকে গ্রেপ্তার করা হয়। খুলনা সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক মামলা দায়ের করার কয়েক ঘণ্টার মধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়।
খুলনা গেজেট/ এস আই