খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসর ঘোষণা
  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩

সরকারের দায়িত্বজ্ঞানহীনতার কারণে অগ্নিকাণ্ড : মির্জা ফখরুল

গেজেট ডেস্ক

সিদ্দিকবাজার-বঙ্গবাজারসহ বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা কেন ঘটছে সে সম্পর্কে বলতে গিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ক্ষমতাসীন সরকার দায়িত্বজ্ঞানহীন। কোথাও ঠিকমত দায়িত্ব পালন করতে পারছে না। তাই একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। মঙ্গলবার বঙ্গবাজার অগ্নিকাণ্ডে হাজার কোটি টাকা কাপড় পুড়ে গেছে। কিছুদিন আগেও সিদ্দিক বাজারে অগ্নিকাণ্ডে ২২ জন নিহত হলেন। এরপর মানুষকে কীভাবে এসব দুর্ঘটনা থেকে রক্ষা করা যায়, তার কোনো পরিকল্পনা নেই। সড়কপথও যেনো মৃত্যুকূপ। প্রতিদিনই সড়ক দূর্ঘটনায় অসংখ্য লোক মারা যাচ্ছে।’

বুধবার (৫ এপ্রিল) বিকেলে মালিবাগ স্কাই সিটি হোটেলে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের শরিক ১২দলীয় জোটের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘সরকার সংবিধান লঙ্ঘন করে একের পর এক বেআইনি কাজ করে যাচ্ছে। মঙ্গলবার কুমিল্লায় যুবদলের এক ইফতার মাহফিলে পুলিশ হামলা চালিয়ে ২৫ জন নেতাকর্মীকে আটক করে। আজ (বুধবার) সকালে নরসিংদী জেলা বিএনপির কমিটির এক সভায়ও পুলিশ ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায়। এছাড়া নাটোর, খুলনাসহ সারাদেশে বিএনপির সভায়, ইফতার মাহফিলে হামলা চালানো হচ্ছে।’

তিনি বলেন, ‘সরকার এমনভাবে কথা বলে যেনো এদেশের চেয়ে বেশি গণতন্ত্র আর কোথাও নেই। গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বলে আর লাভ নেই। এবার রুখে দাঁড়াতে হবে। এরা জাতির বড় ক্ষতি করছে। গণতন্ত্র ধ্বংস করেছে। ভোটাধিকার হরণ করেছে। বিচার বিভাগকে দলীয়করণ করেছে। এদের কাছে কেউ নিরাপদ নয়। সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন দেশ ও জনগণের অনেক ক্ষতি হয়ে যাবে। তাই একাত্তরের মুক্তিযুদ্ধের ন্যায় সবাই ঐক্যবদ্ধ হয়ে আরেকটি সংগ্রাম গড়ে তুলতে হবে।’

জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে এবং জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদার পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে বক্তব্য দেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মোহাম্মদ ইবরাহিম। উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির কেন্দ্রীয় নেতা শামা ওবায়েদ, হাবিবুর রশিদ হাবিব, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর পুত্র শামীম বিন সাঈদী, জেএসডি সভাপতি আ স ম রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর, এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদসহ ১২ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!